নওগাঁ জেলার samaguri তে nokol টাকা উদ্ধার
সুনীল রায়। নগাঁও জেলার সামাগুরির রঙাগড়াতে পুলিশে করায়ত্ব করলো নকল নোট সরবরাহকারী চক্র দুই জনকে।
সুনীল রায় নগাঁও ৪জানুযারী :-আজ নগাঁও জেলার সামাগুরি থানার অন্তর্গত রঙাগড়াতে নগাঁও জেলার অপরাধ শাখার পুলিশের একটি দলে গোপন সূত্রের খবরের ভিত্তিতে চালিয়ে ছিল অভিযান।এই অভিযানের সময়ে রাঙগড়ার রাজপথে পুলিশের দলটি আগচি ধরে একটি সন্দেহজনক আর্টিগা বাহন।বাহনটি হতে করায়ত্ব করে দুই সরবরাহকারী কে।বাহনটি হতে ৭৬,৫০০টাকার জাল নোট সহ বৃহৎ পরিমানের জালনোট বানানো কাগজের রীম।
ধৃত জাল নোট সরবরাহকারী দুই জন হলো সামাগুরি-করৈগুড়ির জহিরুল ইসলাম এবং সাহেব উদ্দিন। সম্প্রতি ধৃত দুই জন কে নগাঁও অপরাধ শাখার পুলিশের জিম্মাতে। তাদের কে অপরাধ শাখার পুলিশে আধিক তথ্য পাওয়ার জন্য জিজ্ঞাসাবাদ অব্যাহত রেখেছে।
কোন মন্তব্য নেই