18 বছরের আগেই বিয়ে, বিপদ কমছে কই?
*আঠারোর আগেই বিয়ের পিঁড়িতে মেয়ে, সঙ্কট কাটছে কই* Moumita Das
এ-ও যেন এক 'ডাঙ্কি' মারার চেষ্টা। রাজকুমার হিরানির সাম্প্রতিক ছবিতে পরিবারের অভাব, সংসার চালাতে মায়ের কষ্ট কমাতে একাধিক চরিত্রে বেছে নেয় 'ডাঙ্কি' ইংল্যান্ডে অবৈধ অনুপ্রবেশকারী হিসাবে ঢোকার বিপজ্জনক পথ। অভাবের সংসারের সুরাহা করতে এ রাজ্যের অনেক মেয়েও কিন্তু ১৮ আগে বিয়ের পিঁড়িতে বসতে রাজি হচ্ছে জীবন বাজি রেখেই।
তেমনি একজন উত্তর দিনাজপুরের বছর পুনেরোর রহিমা খাতুন। বাবা মারা গিয়েছেন। মা পরিচারিকা হিসেবে খেটে ও দিনমজুরি করে সংসার চালান। মায়ের কষ্ট কমাতে বিয়েতে রাজি হয়েছিলেন রহিমা। কিন্তু একটি স্বেচ্ছাসেবী সংগঠন ও প্রশাসনের তংপরতায় তার বিয়ে আটকেছে। রহিমা কথায়, "মা খুব কষ্ট করে সংসার চালান। আমার আরও দুই ভাই বোন রয়েছে। তাই পাশের গ্রাম থেকে আমার বিয়ের প্রস্তাব আসেয় অনিচ্ছা থাকলেও রাজি হয়েছিলাম। কারন আমার বিয়ে হলে অন্তত মায়ের সংসার একজনের খরচ তো কমবে।"
'শক্তি বাহিনী' নামে ওই স্বেচ্ছাসেবী সংগঠন রাজ্য শাখার প্রতিষ্ঠাতা সদস্য ঝষি কান্ত বলেন, "প্রশাসনের সহযোগিতায় আমাদের সংগঠনের সদস্যরা ওই নাবালিকার বাড়িতে গিয়ে সবাইকে বুঝিয়ে তার বিয়ে আটকাতে সক্ষম হয়েছিলেন।"
রহিমার মা বলেন, ওঁরা মেয়ের পড়াশোনর প্রয়োজনীয়তা ও অল্প বয়সে বিয়ের কুফলের কথা বোঝানো। মেয়ের ১৮ বছর বয়স হওয়া পর্যন্ত বিয়ে দেবে না বলে প্রশাসনের মুচকেলা দিয়েছেন।" অথচ, এ রাজ্য 'কন্যাশ্রী; 'রুপশ্রী' এ মতো প্রকল্প চালুই হয়েছে। কাঁচা বয়সে মেয়েদের বিয়ে আটকাতে। স্কুলে-স্কুলে 'কন্যাশ্রী' ক্লাব তৈরি হয়েছে। তবে নাবালিকা বিয়ের প্রবণতা পুরোপুরি আটকানো যাচ্ছে না। সে সব জেলায় মেয়েদের মধ্যে শিক্ষার হার এখনও আনেকটা কম, দেখা যাচ্ছে সেখানেই বাল্যবিবাহ, ১৮ আগে মা হওয়ার সংখ্যা বেশি। ২০১৯-২০ সালের জাতীয় পরিবার স্বাস্থ্য সমীক্ষা অনুসারে উত্তর দিনাজপুরে নিরক্ষর মহিলা রয়েছে ৮৫.৬%। সমীক্ষার সময় ২০-২৪ বছর বয়স কিন্তু আঠারোর আগে বিয়ে হয়েছে এমন মেয়েদের সংখ্যা ৪১.৯%। আর আঠারোর আগে মা হয়েছে এমন মহিলা সংখ্যা ১৩.১%। জঙ্গলমহলের জেলাগুলিতেও ছবিটা বিশেষ আলাদা নয়। বাঁকুড়ার এক গ্রামের দরিদ্র পরিবারের স্কুল ছাড়িয়ে ১৫ বয়সেই বড় মেয়ের বিয়ে দেওয়া হয়েছিল। মেজ মেয়েরাও বিয়ের তোড়জোড় চলছিল। সে সময়ই শ্বশুরবাড়িতে 'নির্যাতিত' হয়ে বড় মেয়ে বাড়ি ফিরে আসে। দিদির মতো পরিনিতি না হয়।
কোন মন্তব্য নেই