pranaba নন্দ আশ্রম এ ভূমি পুজো
প্রণবানন্দ বানপ্রস্থ আশ্রমের ভূমি পূজন।
সুনীল রায় নগাঁও ৯জানুযারী :- সমাজ এগিয়ে যেতে হলে দরিদ্র জনগনর মঙ্গল করতে পারলে সমাজ এগিয়ে যেতে পারে। এইধরনের মহান উদ্দেশ্য আগে রেখে অতি সংগোপনে নগাঁও জেলার কন্দলী পাহারে র কাছে ভারত সেবাশ্রম সংঘে আরম্ভ করে একটি আশ্রম।যেখানে অর্থিক ভাবে দূর্বল ব্যক্তিরা লাভ করতে পারবে আশ্রম হতে শিক্ষার আলো।
নগাঁও য়ের ননৈ নপমুযাতে আজ এক ভূমি পূজনের কার্যসূচী অনুষ্ঠিত হয়।ননৈর শিব মন্দিরের কাছে ভারত সেবাশ্রম সংঘের উদ্যোগে " প্রণবানন্দ বানপ্রস্থ আশ্রমের" ভূমি পূজন কার্যসূচী সম্পন্ন করে ভারত সেবাশ্রম সংঘের উত্তর পূর্বাঞ্চলের মূখ্য সংগঠক তথা কর্মবীর সন্যাসী শ্রীমৎ স্বামী সাধনানন্দজী মহারাজে।অতি ভিতরাঅঞ্চল ননৈ নপমুযা অঞ্চলে বৃদ্ধাশ্রম স্থাপন করে সমাজ সেবা করার সাথে অতি ভিতর অঞ্চলটিতে শিক্ষার ক্ষেত্রে এগিয়ে নেওয়ার লক্ষ্যরে এই ব্যবস্থা গ্ৰহন করেছে ভারত সেবাশ্রম সংঘে। উল্লেখ্য যে ননৈ নপমুযা গাঁত্তে স্বামী সাধনানন্দজী মহারাজ উপস্থিত হ ওয়ার সাথে সাথে শংঙ্খ,ঘন্টার ধ্বনির সাথে আয়তীর মঙ্গল উরুলিরে স্থানীয় জনগনে মহারাজ কে আদরণি জানায়।
কোন মন্তব্য নেই