অসমে সারা অসম বৃহত্তম পাল সমাজের সভা পতি বিপ্লব পাল
*সমাজসেবী বিপ্লব পালকে সভাপতির দায়িত্ব সারা আসাম বৃহত্তর পাল সমাজের*
শুভজিৎ রায়, গৌহাটি:
সারা আসাম বৃহত্তর পাল সমাজের কেন্দ্রীয় কমিটির সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে কালাইনের সমাজসেবী তথা ব্যবসায়ী বিপ্লব কান্তি পালকে ওরফে নিলু। গত রবিবার গৌহাটি প্রেস ক্লাবে আয়োজিত সারা আসাম বৃহত্তর পাল সমাজের এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।মূলত রাজ্যে বিজেপি সরকার গঠনের পর প্রথম এধরণের পদক্ষেপ বলে মত প্রকাশ একাংশের। কেন্দ্রীয় কমিটির সম্পাদক মনোনীত হয়েছেন গৌহাটি উচ্চ আদালতের বরিষ্ঠ আইনজীবী বিশ্বজিৎ পাল। বরাক উপত্যকা থেকে কেন্দ্রীয় কমিটিতে মনোনীত হয়েছেন উপদেষ্টা পদে আনন্দমোহন পাল, সহ-সভাপতি বিদ্যুৎ কান্তি পাল, যুগ্ম সচিব সুব্রত পাল ও কোষাধ্যক্ষ সন্দীপ পাল ওরফে বাপন সহ প্রমুখ। উল্লেখযোগ্য যে রাজ্যে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো এই উদ্যোগ। তবে আগামী দিনে সারা আসাম বৃহত্তর পাল সমাজের উদ্যোগে বিভিন্ন উন্নয়নমূলক পরিকল্পনা হাতে নেওয়া হবে বলে ও জানা যায়।
কোন মন্তব্য নেই