সারা পশ্চিমবঙ্গের নাট্য প্রেমিক দের কাছে আদর্শ পুরুষ Panchanan Das ও ঝড় নাট্য গোষ্ঠী
অমল গুপ্ত। কান্দি। জেল রোড : আজকে নীতি হীন রাজনীতির রাজ্যে ব্যতিক্রমী চরিত্র , শিল্পী সমাজের প্রতি দায়বদ্ধতা থাকা আত্ম বিমুখ এক উজ্জ্বল ব্যক্তি Panchanan Das , তার তৈরি ঝড় naty গোষ্ঠী কান্দি শহরে সাতদিন ধরে নাটক মঞ্চস্থ করে কান্দি র নাট্য প্রেমিক দের কে আনন্দ দিলেন তা বহুকাল মনে থাকবে। রাজ্যের বিখ্যাত সব নাট্য দল এসেছিল। নাটক দেখতে পয়সা লাগে বিস্ময়কর ব্যাপার কান্দি র মানুষ কিন্তু 100 শতাংশ ভর্তুকি মূল্য দিয়ে নাটক দেখে aditorium এর পবিত্রতা নষ্ট করলেন । মোবাইলে এ শব্দ দূষণ সঙ্গে বাদাম এর খোসা ছড়ানোর শব্দ দূষণ নাট্য প্রেমিক দের সুষ্ঠু পরিবেশে ব্যাঘাত সৃষ্টি করলো। ঝড় নাট্য গোষ্ঠীর কর্ণধার Ponchyanan Das অসন্তোষ প্রকাশ করে বলেন আজও শহরের মানুষের মানসিকতা তৈরী হয় নি। নিজেদের নাট্য প্রেমি বলার অধিকার নেই। সুখের কথা এর পরেও অধিকাংশ নাট্য দল কান্দি র দর্শকদের দেদার প্রশংসা করে গেলেন। আবার গেটে volanteer রেখে মোবাইল নিয়ে নির্দেশ দিতে দেখা গেল। কে শোনে কার কথা! এই প্রতিবেদক প্রায় 40 বছর কান্দি শহরের বাইরে অসমের গুয়াহাটি শহরে অনেক নামী দামী নাটক দেখেছে রীতিমত টিকিট কেটে পয়সা দিয়ে ।আমার নাটক দেখার অভিজ্ঞতা ভাল। তবে বিনা পয়সার নাটক দেখা চিন্তা করতেও পারিনা । সবকিছুর ক্রেডিট এক ব্যাক্তির যাকে প্রণাম জানায় । যাকে প্রণাম জানালাম তার নাম না করলেও চলবে। তিনি শুধু কান্দি নয় পশ্চিমবঙ্গ র নাট্য প্রেমিক দের মুখে মুখে নাম Panchyanan Das। যার আত্ম ত্যাগ পরিশ্রম ছাড়া নাট্য উৎসবের সূচনা হতনা। এতবড় উৎসব যা ছিল বিনা পয়সার ভোজ। ভাব তে কষ্ট হচ্ছে।
কোন মন্তব্য নেই