জাপানে দুই বিমানে সংঘর্ষ, বিধ্বংসী আগুনে বহু হতাহত Burning flight
নয়া ঠাহর-কলকাতা :জাপানে নতুন বছরে বীভৎস ভূমিকম্পে র পর 48 ঘন্টায় আবার দুই বিমানে তীব্র সংঘর্ষ বহু হতাহত.।জ্বলন্ত দুই বিমান রান ওয়ে তে ছুটতে দেখা যায়। 389 যাত্রী ছিলেন 21 জন ক্রু ছিলেন বলে সংবাদ সূত্রে জানা গেছে। জাপানের। হানাদা বিমানবন্দরে আজ এই ঘটনা ঘটেছে। 400 জন কে উদ্ধার।
কোন মন্তব্য নেই