Header Ads

অযোধ্যা ডাক পাওয়া নিয়ে রাজনীতি তুঙ্গে

অযোধ্যায় ডাক পাওয়া নিয়েও রাজনীতি তুঙ্গে* 

    Moumita  Das।  রাম মন্দিরের উদ্বোধনে যাওয়া না- যাওয়া নিয়ে বিরোধী রাজনৈতিক দলগুলির মধ্যে চর্চা নিরন্তর। কংগ্রেসের মধ্যে রয়েছে দোলাচল, বামেরা দ্বিধাহীন ভাবে প্রত্যাখ্যান করেছেন, তৃণমূল নেত্রী ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন, যাওয়ার পরিকল্পনা নেই। তারই মধ্যে আমন্ত্রণ পাওয়া এবং না পাওয়া নিয়েও জটিলতা কম নয়। যেমন এনসিপি প্রধান শরদ পাওয়া আজ জানিয়েছেন, তাঁর কাছে প্রাণ প্রতিষ্ঠা মহোংসবে উপস্থিত থাকার কোনও আমন্ত্রণপত্র আসেনি। অমরাবতীতে সাংবাদিকদের তিনি বলেন, আমার স্পষ্ট ধারণা নেই যে বিজেপি গোটা বিষয়টিকে রাজনৈতিক এবং বাণিজ্যিক কারণ ব্যবহার করছেন কি না। আমরা খুশি যে মন্দির হচ্ছে। অনেকেরই তাতে অবদান রয়েছে। 
      একই ভাবে কংগ্রেস নেতা শাকিল আহমেদ বলেন, আমি জানি না কে আমন্ত্রণ পেয়েছেন এবং কে পাননি। তবে একটা সত্য আমি নিশ্চিত ভাবে জানি যে বিজেপি গোটা বিষয়টিকে নিজেদের রাজনৈতিক স্বাথসিদ্ধির অস্ত্র হিসেবে ব্যবহার করছে। পাশাপাশি ভাবে কংগ্রেস সাংসদ শশী তারুর আজ এই প্রসঙ্গে বলেছেন, মন্দিরে কেউ যাবেন কি না সেটা তাঁর ব্যক্তিগত সিদ্ধান্তের বিষয়। মন্দির কোনও রাজনৈতিক  মঞ্চ নয়, যেখানে বিরাট রাজনৈতিক সভা হবে এবং নিজেদের সুবিধাথে নেতারা বক্তৃতা দেবেন। মন্দিরে মানুষ যান প্রার্থনা করতে, আধ্যাত্মিকতার সন্ধানে। কিন্তু কংগ্রেস নেতৃত্বেকে আমন্ত্রণ করে একটি বন্ধনীর মধ্যে ফেলে দেওয়া উচিত নয়। আপনি যদি যান তা হলে আপনি হিন্দু আর না- গেলে হিন্দু বিরোধী-- ব্যাপারটা তো এ রকম নয়। শশী জানিয়েছেন, তাঁকে আমন্ত্রণই জানানো হয়নি, ফলে যাওয়া প্রশ্ন উঠছে না। আবার এসপি নেতা অখিলেশ সিংহ যাদবকে বিষয়টি নিয়ে প্রশ্ন করায় তিনি খোলসা না করে শুধু বলেছেন, আমার সবাই বিশ্বাস করি তুমি তখনই  দর্শন পারে তখন ঈশ্বর তোমাকে ডাকবেন। আমি বাড়ি থেকে বাইরে পা রাখি পার্থনা সেরে। এখন আপনারাই বলুন কোন ঈশ্বরকে আমার দেখতে যাওয়া উচিত? তবে ঝড়খণ্ডের মুখ্যমন্ত্রী শিবু সোরেন রাম মন্দির উদ্বোধনের অনুষ্ঠানে থাকছেন বলে জানিয়েছেন। 
    সূত্রের খবর, মহারাষ্ট্রে রাম মন্দির ট্রাস্ট -এর আমন্ত্রণপত্র পাঠানো নিয়ে পরস্পরবিরোধী তথ্য উঠে আসছে। একাংশের মতে, পওয়ারের এনসিপি -র শরিক শিবসেনা দাবি করছে, উন্ধব আমন্ত্রণ পেয়েছেন। আবার তাঁর দলের পক্ষ থেকেই বলা হচ্ছে, প্রাণ প্রতিষ্ঠা উংসবে অযোধ্যায় যাওয়ার জন্য উন্ধব ঠাকুরের কোনও আমন্ত্রণের প্রয়োজন হয় না।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.