Header Ads

অসমের বিশিষ্ট সাংবাদিক Dibrugar সঞ্জীব নন্দী চলে গেলেন।

অমল  গুপ্ত   কলকাতা:অসমের  বিশিষ্ট  সাংবাদিক  দৈনিক   jugosankha সংবাদপত্র   এর সাংবাদিক  সঞ্জীব  নন্দী  চলে  গেলেন।  এক  সৎ   বামপন্থী  পরিবারে  সদস্য    সঞ্জীব   দিনরাত  কষ্ট  করে  সংবাদ  পত্র  কে  বাঁচিয়ে  রেখে ছিলেন।   বন্ধু  সাংবাদিক  প্রতিদিন  খবর  করতেন   পাঠান - বিজ্ঞাপন  সংগ্রহ  করতেন   ।সামান্য বেতনের  পরিশ্রমী  যুবক  সঞ্জীব  নন্দী  যথাযথ   স্বীকৃতি  পাননি। রোদ  ঝড়  উপেক্ষা  করে  24 ঘন্টা  সংবাদ  সেবায়   আত্ম নিয়োগ  করেন।  Dibrugar  এ  তার  ছোট্ট   ঘরে বাস  করতেন   খুব  জনপ্রিয়। সবার  জন্যে  ছুটে   যেতেন।  এখন    অনিশ্চিত   বেতন হীন  পরিবারের  পাশে  কেউ  দাঁড়াবে  কী?  এক  শিশু  সন্তান  ছাড়া পাশে  কেউ  নেই।  তার  মৃত্যুতে  গভীর  শোক  প্রকাশ  করা  ছাড়া  কী বা  করতে পারি।  অসম  সরকার  কিছু  করবে কী।


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.