আমাদের নেতাজী কি রামের ভিড়ে হারিয়ে গেল?
অমল গুপ্ত কলকাতা: নেতাজি সুভাষ চন্দ্র বসু ভারতের প্রথম প্রধানমন্ত্রী হতে পারেননি। নেতাজী জন্মদিন কে জাতীয়। ছুটি নীতির ঘোষণা করা হয় নি। রাজনীতির ঘোর প্যাকে নেতাজি কে আটকে দেওয়া হয়েছে। কাল 23 জানুয়ারী নেতাজী জন্মদিন পালন করবে দেশ বাসি। বিজেপি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ।লাল কেল্লা তে নেতাজী আজাদ হিন্দ বাহিনীর প্রতি সম্মান প্রদর্শন করবেন পরাক্রম। দিবস হিসাবে পালন। নেতাজী র বিমান দুর্ঘটনা মিথ্যা, নেতাজী বিয়ে মিথ্যা, আজাদ হিন্দ বাহিনীর হাজার কোটি টাকা স্বর্ণ অলংকার কে লুট করলো খবর খবর নেই। দেশের কংগ্রেস সহ অন্যান্য দলে গুলো আজও নেতাজি কে ভয় পায়। সুপ্রীম কোর্টে র বিশিষ্ট আইন জিবি জয় দীপ মুখার্জি নেতাজি কে বিদেশী দেশ চেক নামে এক বিষ দিয়ে খুন করেছে তার প্রামাণ্য নথি পেশ করেছেন। তদন্ত করছে না কেন্দ্রীয় সরকার। বরাবর নেতাজি জয়ন্তী পালিত হলেও বাঙালি দের নেতাজি প্রেম এক দিনেই সীমাবদ্ধ। সারা বছর নোংরা রাজনীতি দেশের প্রতি নেতাজী প্রতি ভালবাসা নেই। নেতাজী জাতিগত বিভেদ করতেন না হিন্দু মুসলিম সব কে নিয়ে ছিল আজাদ হিন্দ বাহিনী। আজ 75 বছর স্বাধীনতা দিবসে ও নেতাজী কে নিয়ে রাজনীতি করছে বাঙালি রা। ধর্মের ভিত্তিতে রাজনীতি চলছে।
কোন মন্তব্য নেই