Header Ads

বিশ্বনাথ এর পর বিশ্ব সেরা প্রাঞ্জল

ভিশির পরে নতুন বিশ্বসেরা আমরা কিন্তু পেয়ে গেয়েছি।

শুরুতে একটা কথা স্পষ্ট করে জানিয়ে দেওয়া ভালো। আগামী দিনের বিশ্বচ্যাম্পিয়ন হিসাবে আর প্রজ্ঞানন্দকে আমরা পেয়ে গিয়েছি। মঙ্গলবার লেদারল্যান্ডেসে টাটা স্টিক দাবায় এই মুহূর্তে বিশ্বসেরা ডিং লিরেনকে হারানোর পরে সেই বিশ্বাস আরও দৃঢ় হয়ে গিয়েছে। মাত্র ১৮ বছর বয়সেই প্রজ্ঞা মে শাসন দেখাতে শুরু করেছে বোর্ডে তার পরে বলতে বাধা নেই আগামী কয়ের বছরের মাধ্যেই বিশ্বনাথন আনন্দের পরে ভারত থেকে দ্বিতীয় বিশ্বচ্যাম্পিয়ন হিসেবে দেখব প্রজ্ঞাকেই। 
 দাবার জগতে ক্লাসিক্যাল দাবাকেই সর্বোচ্চ স্তরের ধ্রুপদী দাবা হিসেবে দেখা হয়ে থাকে। সেই মঞ্চে যে ভাল খেলে তার কাছে ব্লিংজ দাবায় সাফল্য পাওয়া খুব কঠিন নয়। এই ফর্ম্যাটের দাবাতেই প্রকৃত পরীক্ষা হয়ে থাকে একজন দাবাডুর ক্ষিপ্রতা তার পরিণতিবোধ পাল্লা দিয়ে লড়াই করার দক্ষতা এবং ঠিক সইন্ধান্ত নেওয়ার ক্ষমতা। প্রজ্ঞা সেই জায়গাগুলোতে নিজেকে অনেক উঁচু স্তরে নিয়ে গিয়েছে। যে হেতু ওর বয়স অনেক কম ফলে নিজেকে আরও নিখঁত এবং পরিণত করার প্রচুর সুযোগ রয়েছে। আনন্দের পরে একটা উদ্বেগ তৈরি হয়েছিল নতুন আনন্দ হিসেবে ভারত থেকে আর কি কেউ আসবে। প্রজ্ঞা সেই সংশয় কাটিয়ে দিয়েছে। আনন্দের যোগ্যতম উত্তরসূরি পেয়ে গিয়েছি। 

বিশ্বনাথন আনন্দকে সরিয়ে ভারতের এক নম্বর দাবাড়ুর আসনটা নিয়ে নেওয়ার পরে অনেক পুরনো কথাও মনে পড়ে যাচ্ছে। সত্তর-আশির দশক পর্যন্ত মানে আমার যখন দাবা খেলতে শুরু করেছি তখনও এই খেলা নিয়ে সাধারণ মানুষের মনে একটা নেতিবাচক ধারণাই ছিল। 
 সত্যি বলতে যে কোনও খেলায় সাফল্যের জন্য প্রয়োজন এমন একটা মুখের যে সাহস দেয় নতুন কিছু করার। মনে একটা বিশ্বাস তৈরি করে দেয়। আমাদের সময় কিন্ত সেই অর্থে তেমন কোনও মুখই ছিল না। যাকে দেখে নতুন কিছু করার প্রেরণা অর্জন করা যেতে পারে। প্রজ্ঞারা ভাগ্যবান যে ওদের সামনে রয়েছে আনন্দের মতো কিংবদন্তি।
গত কয়েক বছর ভারতীয় দাবায় যে বৈপ্লবিক পরিবর্তন এসেছে তাঁর কৃতিত্ব কিন্তু আনন্দেরই। ও তখন থেকে সরাসরি এই নতুন প্রজন্মের দাবাড়ুদের সঙ্গে প্রত্যক্ষ ভাবে যুক্ত হয়েছে এবং নিজের অভিজ্ঞতা ভাগ করার সঙ্গে হাতে-কলমে দাবার মূল বিষয়গুলো শিখিয়ে দিতে শুরু করেছে তার পরেই প্রজ্ঞার মতো বিস্ময় দাবাড়ুর নিজেকে মেলে ধরার ক্ষেত্রটা অনেক বড় হয়ে গিয়েছে। আনন্দ নিজেও একটা বিশেষ একাডেমের তৈরি করেছে যেখানে বাছাই করা কয়েকজন দাবাড়ুকে ও তৈরি করে চলেছে যারাই ইতিমধ্যে আন্তর্জাতিক মঞ্চে সারা ফেলে দিয়েছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.