Header Ads

বাংলা দেশকে পথ দেখিয়েছে আপনারা পথ দেখান বললেন রাহুল গান্ধী। ন্যায় যাত্রায় সিপিএম

অমল  গুপ্ত    কলকাতা:রাহুল  ন্যায়  যাত্রার  সময়  বলেন  নেতাজি,  রবীন্দ্র নাথ   দেশ কে  পথ    দেখিয়েছে।  বাঙালি  অনেক  এগিয়ে।  বাংলা  যদি  পথ  না  দেখায়  তবে  তাদের  কেউই  ক্ষমা  করবেনা।  বাংলা  দেশ কে  পথ   দেখায়   ।  অন্যায়  বিরুদ্ধে  লড়াই  করেছে বাংলা । অপরদিকে 
তৃণমূল  নেত্রী  মমতা  বন্দ্যোপাধ্যায়  রাহুলের  যাত্রার  সহযোগিতা  করছে  না বলে  অধীর  চৌধুরী  অভিযোগ  করেছেন। ন্যায়   যাত্রা  তে  সিপিআইএম  যোগ  দেবে। দলের  সাধারণ  সম্পাদক মহম্মদ   সেলিম    উপস্থিত  থাকবেন। এই পথে  রাহুলের  ছবি সহ ব্যানার  ছেঁড়া  হয়।  অপরদিকে  তৃণমূল  বিধায়কদের  গাড়ি  ভাঙচুর  করা  হয়।  বলে  অভিযোগ  এসেছে। সিপিআইএম  যুব নেত্রী  এম  মুখার্জি  যোগ দেবেন  । রাহুলের  যাত্রা  মুর্শিদাবাদ  জেলার   কান্দি শহরে  মধ্যে  দিয়ে  ঝাড়খণ্ড  যাবে।  কংগ্রেস  নেতা জয়রাম  রমেশ  অভিযোগ  করেন  তাদের  ন্যায়  যাত্রায়  তৃণমূল  কংগ্রেস  তাদের  ব্যানার  ছিড়ে  দিচ্ছে  তা  ভালো  কথা  নয়।   ইন্ডিয়া  জোট  বাঁচাতে  মমতা  বন্দ্যোপাধ্যায়  ভূমিকা  আছে। এদিকে  দিল্লিতে  মুখ্যমন্ত্রী। অরবিন্দ   অভিযোগ  করেন  পঞ্জাব  জেতার  জন্যে  বিজেপি  টাকার   বস্তা  নিয়ে  পথে  নেমেছে।  রাহুল  বলেন  তার যাত্রায়  বাংলা  যে  ভালবাসা   দেখাচ্ছে  তার  বেনজির। এই বাংলা  দেশকে  পথ দেখাবে  এই আশা  করেন  রাহুল।আজ মালদহে guest house  থাকার অনুমতি  দেওয়া হয়নি.  

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.