Header Ads

ফের পাল্টানোর রেকর্ড নীতীশ 10 বছরে 5 টাইম মুখ্যমন্ত্রী এবার এন ডি এ

অমল গুপ্ত  -kolkata।  বিহারের  এন ডি এ  মুখ্যমন্ত্রী  পদে  বসলেন  নীতীশ  কুমার। তিনি প্রধানমন্ত্রী র  সঙ্গে  ফোনে  কথা  বলার পর  শপথ  গ্র8হণ  করেন।  রাহুল  গান্ধী  এই সময়  উত্তর  বঙ্গে সফরে  অধীর  চৌধুরী  বলেন  রাহুলের  ন্যায়  যাত্রা  কংগ্রেস  জয়ের  জন্যে নয়। সংবিধান  রক্ষায়  এই  যাত্রা।  রাহুল  মুর্শিদাবাদ  হয়ে   কান্দি  হয়ে  ঝাড়খণ্ড   যাবেন  ।মুখ্যমন্ত্রী  মমতা  বন্দ্যোপাধ্যায়  সরকারি  সফরে  রাহুলের ন্যায়  যাত্রার  কাছে  থাকবেন  দুজনের  সাক্ষাত  হওয়ার  সম্ভবনা   আছে।  নীতীশ কুমার  10 বছরে 5  bar দল বদল  করেন। কংগ্রেস  তাকে আক্রমণ  করে  গিরgiti সঙ্গে  তুলনা  করেন।  bar bar রঙ  বদল  করেন । তার পদত্যাগের  পর  ইন্ডিয়া   জোটে  ভাঙন  ধরে। কংগ্রেস   দল দুর্বল হল।  সমাজবাদী  দলের  অখিলেশ  যাদব  দের  স্থিতি  দুর্বল।  মমতা  ইন্ডিয়া  জোট  নিয়ে  খেলছেন।  কংগ্রেস  ভাল পাচ্ছে না।  আবার  বিজেপি  কি  ক্ষমতা  দখল  করবে? জাতীয়  রাজনীতি  সেই  সংকেত  দিচ্ছে।  সিপিআইএম  ন্যায়  যাত্রার  দ্বিতীয়  পর্বে  যোগ দেবে।  রাহুল  বলেন  বেঙ্গল  স্পেশাল  জায়গা  বিবেকানন্দ  ,রবীন্দ্র নাথ  ,নেতাজি  জটিল  সময়  দেশ কে  বাঁচিয়ে ছে । বাংলা  যদি  উঠে  না  দাড়ায়  প্রতিরোধ  না  করে তাদের কেউ  ক্ষমা  করবে না।।  ইন্ডিয়া  জোটের নেতা  লালু প্রসাদ  জমির  বিনিয়োগ  এ চাকরি  দেওয়ার  অভিযোগে ই  ডি  জেরা  শুরু  করেছে। 











কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.