Header Ads

সোনিয়া বিয়ে করলেন সানা কে

*সোনিয়া অধ্যায়ে ইতি ফের বিয়ে করলেন শোয়েব* 

দীর্ঘদিন ধরেই শুরু হয়েছিল জল্পনা। সোনিয়া মির্জা এবং শোয়েব মল্লিকের মধ্যে বিচ্ছেদ কি আসন্ন? শনিবার পাক ক্রিয়াটার অনুষ্ঠিত ভাবে সেই জল্পনা ইতি টানলেন। পাক অভিনেত্রী সানা যাবেদের সঙ্গে বিয়ের কথা ছবি দিয়ে সমাজ মাধ্যমে জানান শোয়েব। 
সঙ্গত ভাবেই প্রশ্ন ওঠে ভারতীয় টেনিসের প্রাক্তন এক নম্বর মহিলা তারকা কি তবে বিবাহ বিচ্ছেদের সম্মতি দিয়ে ফেলেছেন। শনিবার বিকেলে শনি আর বাবা ইমরান মির্জা জানিয়ে দেন ধর্মীয় আইন মেনে তার মেয়ে বিচ্ছেদ দিয়েছেন শোয়েবকে। 
সোনিয়া সৈয়দের বিয়েকে কেন্দ্র করে ভারত এবং পাকিস্তানের ভক্তদের মধ্যে যে উদযাপনা তৈরি হয়েছিল শনিবার শোয়েবের ফের বিয়ের খবরে তাঁরাও প্রতিক্রিয়া দিতে শুরু করেছেন সমাজ মাধ্যমে।
গত বছরে ফেব্রুয়ারি থেকে শোনা যাচ্ছিল শহীদ এবং সানা ডেটিং করছেন। ২০২৩ সালে পাক অভিনেত্রী জন্মদিনে তাকে শুভেচ্ছা জানান শোয়েব। তাতেই জল্পনা আরো বেড়ে যায়। শনিবার সানার সঙ্গে বিয়ের ছবি দিয়ে শোয়েব ও বার্তা স্পষ্ট করে দিয়েছেন। আয়েশা সিদ্দিকি সানিয়া মির্জার পরে ছানা যাবেদের সঙ্গে বৈবাহিক জীবনের তৃতীয় অধ্যায় শুরু করলেন তিনি।
নতুন স্ত্রী সানাও instagram এ তার নাম পাল্টে ফেলেছেন। সেখানে লেখা রয়েছে শালা শোয়েব মল্লিক প্রশংসিত ২০২০ সালে সানার সঙ্গে বিয়ে হয়েছিল গায়ক উমর জসয়োলের। গত বয়রই তাঁদের বিবাহবিচ্ছেদ হয়েছে।
এর আগে কখনোই তাঁদের ব্যক্তিগত জীবন নিয়ে প্রকাশ্য কিছু বলেননি শোয়েব ও সোনিয়া। তবে গত বুধবার সমাজমাধ্যমে সোনিয়ার একটি মন্তব্য বিবাহবিচ্ছেদের ইঙ্গিত পরিষ্কার হয়ে যায়। সানিয়া লিখেছিলেন বিয়ে কঠিন। বিবাহ বিচ্ছেদ ও কঠিন। নিজের কঠিন রাস্তাটিকে বেছে নিন। উঠেছে স্থূলতা কঠিন আবার ফিট থাকাও কঠিন। নিজের কঠিন রাস্তাটিকে বেছে নিন। ঋণের বোঝাও কঠিন, আবার অর্থনৈতিক শৃঙ্খলাও বজায় রাখা কঠিন। কঠিন রাস্তাটিকে বেছে নিন। যোগাযোগ রাখা কঠিন আবার যোগাযোগ না রাখা ও কঠিন। কঠিন রাস্তাটিকে বেছে নিন। জীবনে পথ সব সময় কঠিন। কিন্তু আমরা কঠিন থেকে বেছে নিতে পারি, বুদ্ধিমত্তার সঙ্গে বেছে নিন। 
শনিবার সংবাদ সংস্থা পিটিআইকেম সোনিয়া বাবা ইমরান জানিয়েছেন ধর্মীয় আইন মেনে তার মেয়ে বিচ্ছেদ দিয়েছেন শোয়েবকে। শরিয়ত আইন মেনে একপাক্ষিক ভাবে সানিয়া বিচ্ছেদ দিয়েছেন পাক ক্রিয়াটাকে। এই মুহূর্তে অস্ট্রেলিয়া ওপেনে সানিয়া ব্যস্ত রয়েছেন ধারাভাষ্যের কাজে। 
২০১০ সালে বিয়ে হয়েছিল সানিয়া ও শোয়েবের। তাদের আলাপ হয়েছিল অস্ট্রেলিয়ায়। ব্রিসবেনের আলাপ পরে  পরিণত হয় পরিণয়। তাঁদের এক সন্তানও রয়েছে। তার নাম ইজহান। ২০১৮ সালে তার জন্ম হয়। গত বছর তার ছেলের জন্মদিনে দুবাইয়ে এক সঙ্গেই দেখা গিয়েছিল। শোয়েব- সোনিয়াকে। দুবাই থেকে তারা টেলিভিশনে মির্জা-মল্লিক নামক একটি পরিচালনাও করতেন। 
কিছুদিন আগে পর্যন্ত সাহেবের instagram এ লেখা থাকত সানিয়ার স্বামী হিসাবে। কিন্তু গত বছরের আগস্টে তার ইনস্টাগ্রামে বায়ো পাল্টে দেন শোয়েব। আগে লেখা থাকতো সানিয়া মির্জা নামক সুপারউওম্যানের স্বামী। তা পাল্টে লিখেন একজন প্রকৃত আশীর্বাদ প্রাপকের বাবা। 
তবে কয়েকদিন আগে সানিয়া ও সমাজমাধ্যমে থেকে সাহেবের সব ছবি মুছে দিয়েছেন শুধুমাত্র একটি ছবি মোছেননি। যেখানে সানিয়া ও সইবের সঙ্গে তাদের ছেলে ইজহানকে দেখতে পাওয়া গিয়েছে।
শনিবারের পর থেকে আঙ্গুল পাল্টে গেল জীবন দুই দেশে দুই ক্রীড়াব্যক্তিত্বের।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.