Header Ads

বাংলাকে ধ্রুপদী ভাষার স্বীকৃতি দানের দাবী জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

অমল  গুপ্ত,কলকাতা: বাংলা  ভাষাকে  ধ্রুপদী  ভাষার  স্বীকৃতি  দাবী  মুখ্যমন্ত্রী  মমতা  বন্দ্যোপাধ্যায়। আজ কলকাতায়  সাংবাদিক  সম্মেলন  এই দাবী  জানান বলেন প্রধানমন্ত্রী কে তিনি চিঠি  দিয়েছেন। গঙ্গা  সাগর  মেলা কে  রাষ্ট্রীয়  স্বীকৃতি  দেবার  দাবিও  জানান  মুখ্যমন্ত্রী।  রাজ্যের  নাম  বাংলা  কেন করা হচ্ছে না  বলে মুখ্যমন্ত্রী  অভিযোগ  করেন।  রাজ্য  সরকার  গঙ্গা সাগর  মেলার  জন্যে কয়েকশো  কোটি  টাকা  খরচ করেও  কেন্দ্রীয়  সরকার  দিচ্ছে  না ।করোনা  সংক্রমণ  বেড়েছে। আমেরিকা তে বেড়েছে। রাজ্যে  সবাই যেন  mask পড়েন  তা  সুনিশ্চিত  করতে  হবে।  তিনি অভিযোগ  করেন  মিডিয়া কে  তো  বিজেপি  কিনে  নিয়েছে।  কোন সাংবাদিক  মন খুলে  লিখতে  পারেন না। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.