Header Ads

নওগাঁ কলেজে জাতিগত ভুয়া সার্টিফিকেট সি আই ডি অভিযান

নগাঁও গালর্স মহাবিদ্যালয়ে সি আই ডির অভিযান।
সুনীল রায় নগাঁও ১১জানুযারী :-অনুসুচিত জাতি সংগ্ৰামী পরিষদ আসামে গতকয়েকদিন আগে জেলাটি তে থাকা কয়েকটি সরকারি প্রতিষ্ঠানে কর্মরত অফিসারের বিরুদ্ধে ভূযা জাতিগত প্রমান পত্র দাখিল করে চাকুরী করা অভিযোগ তুলে সি আই ডিকে অভিযোগ দাখিল করেছিল।
এই অভিযোগের ভিত্তিতে আজ সি আই ডির পরিদর্শক সঞ্জীব দাসের নেতৃত্বে একটি দলে জেলাটি থাকা কয়েকটি সরকারী কার্য্যালয়ে অভিযান চালায়।
অভিযানের অংশ হিসেবে শহরটিতে থাকা প্রথম শরীর শিক্ষানুষ্টান নগাঁও গালর্স মহাবিদ্যালয়ের অধক্ষ্য কুলেন দাসের উপর ভূয়া জাতিগত প্রমান পত্র দিয়ে চাকুরী পাওয়ার অভিযোগ তুলেছে এই ছাড়াও এই দলটি ভারতীয় ষ্টেট বেংক হযবরগাঁও শাখার কর্মরত মামনি ডেকাএবং অসম কৃষি বিশ্ববিদ্যালয়ের নগাঁও শাখার কনিষ্ট বৈজ্ঞানিক বিদিশা বরা,বগলজান মধ্য‌ ইংরাজী বিদ্যালয়ের সহকারী শিক্ষযিত্রী সম্প্রীতি শ ইকীয়ার জাতিগত প্রমান পত্র পরীক্ষা নিরীক্ষা করে বলে জানতে পারা যায়।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.