বাংলাদেশে হাসিনার জয় " নির্বাচনী ফলাফল , প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অভিনন্দন
বাংলাদেশে নির্বাচনী ফলাফল: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলা দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জ্ঞাপন করেছেন। সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
আওয়ামী লীগ ২২৫, স্বতন্ত্র ৬১, জাতীয় পার্টি ১১. অন্যান্য ১, মোট ২৯৮। মোট আসন ৩০০। ২ টি আসনে ভোট হয়নি।
বিশ্ব গণমাধ্যমের শিরোনামে বাংলাদেশ নির্বাচন প্রসঙ্গে যা বলা হয়েছে, তা নিম্নরূপ। বাংলাদেশে বৃহৎ রাজনৈতিক দল বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করেনি।
কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল -জাজিরার শিরোনাম: শেখ হাসিনার বিরুদ্ধে মানবাধিকার লংঘন ও নির্মম দমন পীড়নের অভিযোগ রয়েছে।
প্যারিসের টেলিভিশন নেটওয়ার্ক ফ্রান্স ২৪, ব্রিটিশ সাপ্তাহিক দ্য উইক, আইরিশ জাতীয় সংবাদপত্র এক্সামিনার, ফ্রান্সের আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এ এফ পি র শিরোনাম ছিল: বিরোধী দলবিহীন বাংলাদেশে ভোট। নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সিএনএন, নিউইয়র্কের ব্লুমবার পত্রিকার শিরোনামে লেখা হয়েছে, শেখ হাসিনা টানা চতুর্থবার এবং মোট পঞ্চম বার প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন বিরোধী দল ভোট বর্জন করা সত্ত্বেও। শেখ হাসিনা এ নিয়ে ৮ বারের জাতীয় সংসদ সদস্য।
ভারতের গণমাধ্যম, আনন্দবাজার, টাইমস অফ ইন্ডিয়া, মিন্ট পত্রিকা বিরোধী দল ছাড়া নির্বাচন হলেও শেখ হাসিনাকে প্রশ্নবিদ্ধ করা হয়নি।
ব্রিটিশ দৈনিক গার্ডিয়ান এর শিরোনাম: শেখ হাসিনা পঞ্চম বার জয়ের নিশ্চয়তা পেয়ে বাংলাদেশের নির্বাচন শুরু করেছেন।
ওয়াশিংটন পত্রিকার শিরোনাম: সহিংসতার মধ্যেই ভোট দিচ্ছেন ভোটাররা।
যুক্তরাষ্ট্রের বার্তা সংস্থা এএফপি (এসোসিয়েটেড প্রেস)এর শিরোনাম: বাংলাদেশ সহিংসতা ও বিরোধী দলের বয়কটের মধ্যে ভোট দিলেন ভোটাররা।
বাংলাদেশের নির্বাচন কমিশনার ইসি হাবিবুল আউয়াল গতকাল বিকেল তিনটার সময় জানান, ভোট পড়েছে ২৭.১৫%। কিন্তু চারটার সময় জানান, ভোট পড়েছে ৪০%। প্রশ্ন উঠেছে, এক ঘণ্টার মধ্যে ১২% ভোট কি করে বৃদ্ধি হলো?
পর্যবেক্ষকদের মতে, এটা অবিশ্বাস্য। বড়জোড় ভোট পড়েছে ১২%।
বাংলাদেশে মোট ভোটার ১১ কোটি ৯৬লক্ষ ৯১ হাজার ৬৩৩। পুরুষ ভোটার ৬ কোটি ৭ লক্ষ ৭১ হাজার ৫৭৯। আর নারী ভোটার ৫ কোটি ৮৯ লক্ষ ১৯ হাজার ২০০২। মোট প্রার্থী ১৯৭০। মোট আসন ৩০০।
বাংলাদেশে মোট নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৪৪। বেসরকারি রাজনৈতিক দলের সংখ্যা প্রায় ৩০০। দ্বাদশ নির্বাচনে অংশগ্রহণ করেছে আওয়ামী লীগ সহ নিবন্ধিত ২৮ টি দল। নির্বাচনে অংশগ্রহণ করেনি বিএনপি সহ নিবন্ধিত ১৬ টি দল।
আন্তর্জাতিকভাবে রাশিয়া, চীন এবং ভারত শেখ হাসিনাকে প্রত্যক্ষ ভাবে সমর্থন করেছে। আমেরিকা প্রত্যক্ষ ও অপ্রত্যক্ষভাবে এবং ব্রিটেন খালেদা জিয়ার দল বিএনপিকে সমর্থন করেছে। শেখ হাসিনা ভারতের ভূমিকায় অত্যন্ত খুশি হয়েছেন।
আওয়ামী লীগের মধ্য থেকে নৌকা প্রতীকে প্রার্থী ছিলেন ২৬৩ জন। পাস করেছেন ২২৪ জন। ফেল করেছেন ৩৯ জন।
আবার আওয়ামী লীগের মধ্য থেকে যারা মনোনয়নপত্র পাননি, তারা আবার স্বতন্ত্র হিসেবে ঈগল প্রতীক নিয়ে দাঁড়িয়েছেন। ঈগল প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী ২৬৯ জন। তারা সবাই আওয়ামী লীগের প্রভাবশালী সদস্য
আবার আওয়ামী লীগের সাথে সমঝোতা করে জাতীয় পার্টি মাত্র ১১টি আসন পেয়েছেন। মোট প্রার্থীর সংখ্যা ছিল ২৬৩।
বাংলাদেশের জাতীয় সংসদ (লোকসভা) নির্বাচন করতে গেলে একজন প্রার্থীর খরচ হয় কমপক্ষে ২৫ কোটি টাকা। প্রীতি ও শুভেচ্ছান্তে,
বিজন কুমার সরকার
কোন মন্তব্য নেই