Header Ads

বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে শেখ হাসিনা বিপুল ভোটে জয়লাভ করেন

অমল  গুপ্ত। প্রতিবেশী  রাষ্ট্র  বাংলাদেশ  এর  বসবাসকারী  বাঙালি  হিন্দুরা   শেখ  হাসিনা  ফের  ক্ষমতায়  আসার  খবরে  খুশি  । তাদের  নিরাপত্তা  সুনিশ্চিত  হল।  শেখ হাসিনা    বরাবর  প্রায 7 কোটি  বাঙালি  হিন্দুদের পাশে  দাঁড়িয়েছে।   ভারত  এর বিজেপি  সরকার  এই জনগোষ্ঠীর    প্রতি  খবর  রাখতেন।  প্রধানমন্ত্রী  নরেন্দ্র মোদী   হাসিনার   সরকারের সঙ্গে বন্ধুত্ব  পূর্ন  সম্পর্ক  রেখে  যাচ্ছেন।।পশ্চিমবঙ্গের  ও অসমের  সঙ্গেও    হাসিনা  সুসম্পর্ক  রেখে  যাচ্ছেন। বঙ্গবন্ধু  মুজিব  কন্যা  শেখ হাসিনা  1971 সালে  মুক্তি  যুদ্ধে র  সময়  অসম ও  বঙ্গের  অবদান  বারবার  কৃতজ্ঞ  চিত্তে  স্মরণ  করেন।  asmer মুখ্যমন্ত্রী  হেমন্ত  বিশ্ব শর্মা  বঙ্গের  মুখ্যমন্ত্রী   মমতা  বন্দ্যোপাধ্যায়  এর  সঙ্গে ব্যাক্তিগত  সম্পর্ক  আছে হাসিনার। বঙ্গে সফর  করলেই   তার বিমানে  ইলিশ  মাছ আর  আম  থাকবেই।। অসমের  ক্ষেত্রে  ও তাই।  অসম  বিধানসভা  প্রতিনিধি  দল  বাংলাদেশ  সফর  করে  বাংলাদেশের   প্রশংসা।  চতুর্থ তুর্থ  বারের  জন্যে  two থার্ড  mejority  নিয়ে  বিপুল  ভোটে  জয় লাভ  করেন  হাসিনা। ।জেতার  পরই  শেখ  হাসিনা  প্রধানমন্ত্রী  নরেন্দ্র  মোদীর  প্রশংসা করে বলেন  ভারত  মুক্তিযুদ্ধের  সময়   থেকে বন্ধুত্বের  হাত  বাড়িয়ে  দিয়েছে।  সীমান্ত  যোগাযোগ   নিরাপত্তা  সহ  বহু  ক্ষেত্রে  পাশে  আছে। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.