Header Ads

মোবাইল গেম বিবাদে খুন বন্ধুকে

মোবাইল গেম বিবাদে খুন বন্ধুকে

মোবাইলের একটি খেলা নিয়ে বন্ধুদের সঙ্গে বিবাদের প্রাণ গেল এক যুবকের। অভিযোগ তাঁর চার নবালক বন্ধুই তাঁকে খুন করে প্রমাণ লোপাটের জন্য দেহ পুড়িয়ে দেয়। পুলিশের অনুমান ওই যুবককে খুন করা হয় সম্ভবত ৮‌ জানুয়ারি। সোমবার মুর্শিদাবাদের ফারাক্কায় নিশিন্দ্রা নৌকাঘাটের কাছে ফিডার ক্যানেলের ধার থেকে থেকে ওই যুবকের দেহ উদ্ধার করা হয়। দেহের নিম্নাংশ ছিল না। ক্ষতবিক্ষত মুখ। ছেলে বুকে একটি লেখা দেখে তার মায়ের দেহটি শনাক্ত করেন। তার পরে তদন্তে নেমে পুলিশ প্রাথমিক ভাবে জানতে পারে মোবাইলের গেম নিয়ে গোলমালেই তাঁকে খুন করা হয়েছে। তাঁর চার নাবালক সঙ্গীকে পুলিশ আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.