Header Ads

মাধ্যমিকে প্রশ্ন পত্র ফাঁস নিয়ে উপযুক্ত ব্যবস্থা

*মাধ্যমিকে প্রশ্ন ফাঁস রদে ব্যবস্থা* 

মাধ্যমিক পরীক্ষার প্রশ্ন ফাঁস রুখতে এর আগের বছরগুলিতে একাধিক পদক্ষেপ করতে দেখা গিয়েছে মধ্যশিক্ষা পর্ষদকে। এ বারে আরও এক ধাপ এগিয়ে প্রতিটি প্রশ্নপত্রে কোড নম্বর দেওয়া হবে। কোন পরীক্ষার্থীর কাছে কোন প্রশ্নপত্র যাবে তা জানা যাবে। সেই সঙ্গে কেউ প্রশ্নপত্রের ছবি তুলে বাইরে পাঠালে সহজেই ধরা বুধবার বহরমপুর রবীন্দ্রসদনে মাধ্যমিক পরিক্ষা কেন্দ্রের সম্পাদক ও অফিসার ইনচার্জদের সঙ্গে বৈঠকে সে কথা জানিয়েছেন। পরিক্ষা পরিদর্শকদের এ বিষয়ে সজাগ থাকার নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে কোনো
বইদ্যালয়ে পাঁচিল না থাকলে সেখানে পরীক্ষা কেন্দ্র হবে না। বিদ্যালয়ে সিসিটিভি না থাকলে বা বিদ্যালয়ে যাওয়ার  রাস্তা যদি প্রশস্ত না হয় তাহলে সেখানে পরীক্ষা কেন্দ্র করা হবে না। একই সঙ্গে পরীক্ষা কেন্দ্রগুলি পরিদর্শন করে কোনও সমস্যা থাকলে তা মিটিয়ে ফেলা হবে বলেও জানিয়েছেন।
 এই বারে মুশিদাবাদ জেলায় মোট ১৫৩ টি পরীক্ষা কেন্দ্র রয়েছে। তার মধ্যে ৭৭ টি মূল পরীক্ষা কেন্দ্র। পরিক্ষা ব্যবস্থাকে সুদৃঢ় করার জন্য যেগুলি করা দরকার সেটা সব পযায়ের করা হবে। আমরা গত বছর প্রচুর পরিবর্তন করেছি। সেগুলি ইতিমধ্যে প্রয়োগ করা আছে। এ বছর প্রশ্নপত্রে একটা কোড নম্বর দিয়েছেন সেটা কার্যকর করার জন্য পরীক্ষা পরিদর্শন আরও সজাগ হতে বলা হয়েছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.