Header Ads

উজানে বিবেক এক্সপ্রেস 300 মিটার বেগে গিয়ে এক হাতির ঝাঁক কে পিষে মরে

নয়া  ঠাহর   উজানে  mariyani আজ  বিবেক  এক্সপ্রেস  নিয়ম  না মেনে  ঘন্টায় 300 মিটার  বেগে  গিয়ে  এক হাতির  ঝাঁক কে  পিষে  মারে। এর আগেও  তিনটি  হাতি  মারা  পড়ে  30  কিলোমিটার  গতিবেগ  ট্রেন  চালানোর  নির্দেশ  অমান্য  করে  ট্রেন  চালানো হচ্ছে। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.