রাহুল গান্ধী কে বট দ্রব্য যেতে বাধা বিজেপি
রাহুল গান্ধী কে বটদ্রবাতে যেতে বাধা।
সুনীল রায় নগাঁও ২২জানুযারী :- রূপহীহাটের ঔরনার পথারে অস্থায়ী কেম্মে রাত যাপন করা রাহুল গান্ধীর নেতৃত্বে আসা ভারত জোড়ৌ ন্যায় যাত্রার বৃহৎ দলটি আজ সকাল প্রায় ৮-৩০ নগাঁও শহরে উপস্থিত হয় বটদ্রবা থান অভিমুখে যাত্রা করা রাহুল গান্ধী সহ কংগ্ৰেসের বৃহৎ দলটিকে নগাঁও শহরের হযবরগাঁত্তে বেরিকেটেরে পুলিশে বাধা প্রদান করে। পুলিশের বাধাকে তুয়াক্কা নাদিয়ে বটদ্রবাতে যাওয়ার জন্য চেষ্টা করে যদিও কংগ্ৰেসের ন্যায় যাত্রার দলটি যেতে সক্ষম হলোনা।এই সম্পর্কে জ্যেষ্ট কংগ্ৰেস নেতা তথা সাংসদ জযরাম রমেশে সংবাদ মাধ্যমের কাছে প্রতিক্রিয়া প্রকাশ করে বলেন যে ২০তারিখে আসামের মুখ্যমন্ত্রীয়ে আকস্মিক ভাবে বলেন যে বেলা ৩টার পর রাহুল গান্ধী বরদোযা থানে প্রবেশ করতে পারবে।২১তারিখে শ্রী শ্রী বটদ্রবা থান পরিচালনা সমিতির সভাপতি য়ে ঠিক একেই ভাবে রাহুল গান্ধী বিকাল ৩টার পর আসতে পারবে বলে মন্তব্য করে।এটিতে প্রমান করে যে বটদ্রবা থান তথা সত্রাধিকারের উপরে রাজ্য সরকারে চাপ সৃষ্টি করেছে। তিনি আরও বলেন যে -রাহুল গান্ধীয়ে বরদোযাতে গেলে আইন শৃঙ্খলা জনিত পরিস্থিতি উদ্ভব হবে বলে মূখ্যমন্ত্রীয়ে মন্তব্য করেছিল। কিন্তু রাহুল গান্ধী য়ে বলেন যে আমি একা যাবো।তৎসত্ত্বেও তাকে বাধা দেওয়া হলো।এইটি মূখ্যমন্ত্রীতথা সরকারের রণনীতি। মহাপুরুষ শ্রী মন্ত শংকরদেবের মত মহান ধার্মিক গুরুর জন্মস্থান দর্শন হতে রাহুল গান্ধী কে বাধা প্রদান করা হলো।এইটি অতি দুর্ভাগ্যজনক।
কোন মন্তব্য নেই