Header Ads

শিলচর এ সিলেট উৎসব



*শ্রীহট্র্র সম্মিলনী ও সিলেট উৎসব  শিলচরে,* 
  
 *চার্বাক দেব* :
'শ্রীহট্র সম্মিলনী' শিলচর শাখার উদ্যোগে শিলচর 'সিলেট উৎসব' পালন করা হয়েছে, গত ২০ ও ২১ জানুয়ারি ২০২৪ খ্রিষ্টাব্দ (শনিবার ও রবিবার )।দুদিনব‍্যাপী এই সম্মেলনে শ্রীহট্রের সমৃদ্ধ ভাষা - সংস্কৃতি উপস্থাপন করতে দেখা গেছে।  এই অনুষ্ঠানসূচি স্থান ছিল বিপিন চন্দ্র  পাল সভাস্থল,শিলচর। শ্রীহট্র সম্মিলনী শিলচর শাখার ব‍্যবস্থাপনায় সর্বভারতীয় শ্রীহট্র সম্মিলনীর বার্ষিক সাধারণ সভা ও সিলেট উৎসব ২০ জানুয়ারি সকাল  ৯টা থেকে ১০টা প্রাতঃরাশ এবং সদস‍্য নিবন্ধন,সকাল ১০-৩০ মিনিট থেকে ১২-৩০ মিনিট পযর্ন্ত শ্রীহট্র সম্মিলনী ফেডারেশনের বার্ষিক সাধারণ সভা হয়ে যায়।দুপুর ১টা থেকে ২টা পযর্ন্ত মধ‍্যাহ্ন আহার পর্ব শেষ করে আবার পরবর্তী বিকাল ৩টা থাকে উৎসব উদ্বোধন, স্বরণিকা উন্মোচন করা হয় শিলচর শাখা আয়োজিত ' সিলেট উৎসব২০২৪'উপলক্ষে প্রকাশিত স্মরণিকা 'সুন্দরী শ্রীভূমি'টি। সঙ্গে অতিথি বরণ পর্ব এবং সম্বর্ধনা জ্ঞাপন করা হয়। বিকাল ৪টা থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান সূচি চলে রাত ৯টা পযর্ন্ত। তারপর নৈশাহার হয়।
       রবিবার ২১ জানুয়ারি ২০২৪ইং সকল ৯টা থেকে ১০টা প্রাতঃরাশ শেষ করেই সুরু হয় দূপুর ১১টা থেকে ১২-৩০মিনিট পযর্ন্ত ধামাইল উৎসব এবং স্থানীয় শিল্পীদের  অনুষ্ঠান কর্মসূচি। দুপুর ১টৃ থেকে ২-৩০মধ‍্যাহ্ন আহার চলে। পরবর্তীতে বিকাল ৩-৩০ মিনিট থেকে  চলে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ধন্যবাদ জ্ঞাপন ইত্যাদি। রাত ৯টায় নৈশভোজে পর উৎসবের সমাপ্তি ঘোষণা করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে ছিল  বাংলাদেশ সহ বিভিন্ন প্রান্তের  বিশিষ্ট শিল্পীদের দ্বারা সঙ্গীত,নৃত‍্য,নাটক,হাস‍্যকৌতুক ইত্যাদি। স্মরণিকা 'সুন্দরী শ্রীভূমি '-র উপসমিতি দীপক সেনগুপ্ত(আহ্বায়ক),সঞ্জীব দেব লস্কর, মিলন উদ্দিন,সাধন পুরকায়স্থ,উত্তম কুমার সী,দেবাশিস পুরকায়স্থ,সুদীপ দেবরায়,ভাস্কর সোম,অর্জুন চৌধুরী,দেবযানী ভট্টাচার্য।  এই অনুষ্ঠানে অংশগ্রহণে করে প্রায় বিভিন্ন জায়গার বিভিন্ন সংগঠন  সহ ধরনের বিশিষ্ট  নেতামন্ত্রী,বিধায়ক, বিশিষ্ট সাহিত‍্যিক ছাড়া সাংবাদিক,বুদ্ধিজীবি শিক্ষাবিদ ছাড়া অন্যান্য সাংস্কৃতিক প্রেমিকরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।বাংলাদেশের বলিষ্ট সাংবাদিক অভিজিত ভট্টাচার্য্য,সিলেটের সাংস্কৃতিক মহাজোট সভাপতি সামসুল আলম সেলিম,শিল্পীদের মধ্যে  দেবদাস চৌধুরী,সূর্যলাল দাস প্রমুখ। এই শ্রীহট্র সম্মিলনী শিলচর শাখার  ব‍্যবস্থাপনায় সর্বভারতীয় শ্রীহট্র মম্মিলনীর বাষিক সাধারণ সভা  ও সিলেট উৎসব শ্রীহট্রের ধারাবাহিকতায় ও আধুনিকতার মেলবন্ধনে  আয়োজিত এই অনুষ্ঠানে  লক্ষনীয় ছিল।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.