নীতীশ কুমার আজই পদত্যাগ করে মুখ্যমন্ত্রীর পদে শপথ নেবেন
অমল গুপ্ত কলকাতা: বিরোধী জোট ইন্ডিয়া জোট কি ভেঙে যাচ্ছে? রাজনীতির গতি কিন্তু সেই দিকেই যাচ্ছে। বিহার ভাঙল 243 আসনে র মধ্যে 128 টি আসন্ সমর্থক নীতীশ কুমার ।বিজেপি 74 টি আসন আর জে ডি 79 টি আসনে আছে ।ইন্ডিয়া জোটে চাপে আছে। নীতীশ কুমার আজই সন্ধ্যায় শপথ নেবেন। এদিকে রাহুল গান্ধীর ন্যায় যাত্রা তে অসমে বিজেপি নানাভাবে বাধা দেয় বিজেপি পুলিশ রাহুল সমর্থক দের মার ধর করে ।রাহুল বলেন "অসমের মুখ্যমন্ত্রী দেশের মধ্যে সবচেয়ে দুর্নীতির আশ্রয় দাতা। "মুখ্যমন্ত্রী হুমকি দেন রাহুল কে গ্রেফতার করা হবে। এদিকে বঙ্গে রাহুলের ন্যায় যাত্রা গতকাল ধূপগুড়ি তে তৃণমূল পোস্টার ছেড়ে বলে কংগ্রেস সংসদ অধীর চৌধুরী অভিযোগ করে বলেন তৃণমূল ন্যায় যাত্রা কে বাধা দিচ্ছে। ন্যায় যাত্রা সারা দেশের ন্যায় যাত্রা । এই যাত্রা কে ঘিরে তৃণমূল কংগ্রেস তুমুল বাক বিতর্ক চলছে
কংগ্রেস হায় কমান্ড জয়রাম রমেশ, সভা পতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় র প্রতি নবম মনোভাব দেখাচ্ছেন। ন্যায় যাত্রা উত্তর বঙ্গের উপর দিয়ে যাচ্ছে।আবার গন্ডগোল হতে পারে। মমতা আবার রাহুল কে চা খাওয়ার আমন্ত্রণ জানিয়েছেন।
কোন মন্তব্য নেই