Header Ads

কলকাতা বইমেলায় উন্মোচন সাংবাদিক জীবন

*উন্মোচন 'সাংবাদিক জীবন,বই* 


*নয়া ঠাহর,প্রতিবেদন শিলচর:* 
আসামের প্রথম বাংলা নিউজ এবং লিটার‍্যারি পোর্টাল "নয়া ঠাহর-র " কর্ণধার এবং মুখ‍্য সম্পাদক অমল গুপ্ত। ঊনার,প্রায় ৪০ বছর ধরে একজন বলিষ্ঠ সাংবাদিকতা  আসামে।  উত্তর-পূর্ব ভারতের সাংবাদিক অমল গুপ্ত আসামের মুখ‍্য মন্ত্রী হিতেশ্বর শইকীয়ার আমল থেকে আজ পযর্ন্ত  সাংবাদিকতা একটানা করে চলছেন। তিনি ভাষা আন্দোলনের সময় সাংবাদিক কলম চলছিল বলে জানা যায় ।তিনি  প্রতিবছর  দূর্গোপূজায় বিশেষ সংখ্যা বই প্রকাশ করেন নিয়মিত। 'করোনা' নিয়েও বিশেষ সংখ্যা প্রকাশ করেছিলেন ২০২০ ইংরেজি । গত ২৫ জানুয়ারি,২০২৪ উনার একটি ছোট চটি বই 'সাংবাদিক জীবন' অমল গুপ্ত  ৪৭তম আন্তর্জাতিক কলকাতা বই মেলায় উন্মোচন  হলো '। এই বইটি উন্মোচন করেন প্রখ‍্যাত সাংবাদিক সুমন ভট্টাচার্য্য,অসম বিশ্ববিদ্যালয়,শিলচরের প্রাপ্তন উপাচার্য তথা বিশিষ্ট লেখক তপধীর ভট্টাচার্য ।'বিহার বাঙালি সমিতি'-র ৫৩০ নং স্ট্রলে  ২৫,জানুয়ারি,২০২৪ ইংরাজী  বিশেষ সন্ধিক্ষণে বলিষ্ঠ সাংবাদিক  আনন্দ বাজার পত্রিকার সুমন ভট্রাচার্য‍্য গত কারর্গিল যুদ্ধের সংবাদ পরিবেশক,   সাংবাদিক  তাপস ভট্টাচার্য্য,বলিষ্ঠ কবি সুমন ভট্টাচার্য্য,বিদ‍্যুৎ চক্রবর্তী,বরাকের সাহিত্যিক রণবীর পুরকায়স্থ,অমিতাভ সেনগুপ্ত, প্রাবন্ধিক ও সাংবাদিক তাপস পাল,অনুবাদক নন্দিতা ভট্টাচার্য্য,আসামের চিত্র  ও সাংবাদিক কিরণ মুখোপাধ‍্যায়,প্রমুখ,এই উন্মোচনে সাক্ষী ছিলেন ।
       এই চটি বই 'সাংবাদিক জীবন ' প্রকাশক দেবকিশোর ভট্টাচার্য্যের এবং উন্মোচন করলেন,সুমনবাবু ও তপধীরবাবু হাত ধরে।  কলকাতায় বইর মেলায় 'বিহার বাংলা সমন্নয় সমিতি ' ব‍্যবস্থাপনায় এই বইটি  উন্মোচন হলো। এই বইটি  সমাদর পাবে বলে উপস্থিত সকলে আশা প্রকাশ করেছেন। এই খবরটি বিশেষ সূত্রে খবরে প্রকাশ। বরাকের নয়া ঠাহর পরিবার বইটি প্রকাশক ও বলিষ্ট প্রবীণ সাংবাদিক অমল গুপ্ত কে সাধুবাদ জানান।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.