Header Ads

রামলালার গয়না

*রামলালার গয়নার তালিকা*

প্রাণ প্রতিষ্ঠার দিন কি কি গয়না পেয়েছেন রামলালা তাই তালিকা প্রকাশ করল শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্রে ট্রাস্ট। কৃষ্ণ সেলাই তৈরি হয়েছে রামলালা বিগ্রহ উচ্চ ৫১ ইঞ্চি গয়নার নকশা তৈরি করেছেন যতীন্দ্র মিশ্র লখনউয়ের  দুটি দোকান থেকে বানানো হয়েছে সেগুলি।
রাম লায়লার পরনে ছিল হলুদ রঙের বেনারসি ধুতি। কায়েছিল লাল পট্টবস্ত্র। এই পট্টবস্ত্র সোনার দড়ি দিয়ে কারুকাজ,শঙ্খ, চক্র, পদ্ম, ময়ূর ফুটিয়ে তোলা হয়েছে। বিগ্রহের মাথার স্বর্গ মুকুট এ বসানো হয়েছে হীরে চুনি পান্না। মুকুটের ঠিক মাঝে রয়েছে সূর্য। মুকুটের সঙ্গে মানানসই কুণ্ডল রামলাল কানে। সোনার দুলে বসানো রয়েছে হিরে। ময়ূরের নকশা রয়েছে তাতে। বিগ্রহের গলায় রয়েছে অর্ধ চক্রাকৃতি কণ্ঠ। ফুলের নকশা রয়েছে তাতে। মাঝে রয়েছে সূর্য। 
বিগ্রহের বুকে ঝুলছে কৌস্তর মনি। রয়েছে বৈজয়ন্তী বা বিজয়মালা। এতে খোদায় করা রয়েছে হিরে পান্না। খোদাই করা রয়েছে শঙ্খ, সুদর্শন চক্র, পদ্ম, মঙ্গল কসল। রসমালার দুটি বাহুতে ভজনবন্ধ। সোনার তৈরি বাজুতে রয়েছে হিরে চুনি পান্না। দুটি হাতে সোনার বালা। দুটি হাতে আঙুলে বিশাল আংটি তাতে বড় মুক্তো। পায়ে রয়েছে সোনার তৈরি পায়েল বা পঞ্জনিয়া। তাতে সোনার চুরি। বাঁ হাতে রয়েছে সোনার ধনুক। তাতে হয়েছে মুক্ত চুনি পান্না। ডান হাতের সোনার তির। বিগ্রহের কপালে হিরে চুনি খচিল তিলক। পায়ে রয়েছে সোনার পদ্ম। রামলালা শিশু। তাই তার সামনে রাখা রয়েছে রুপার ঝুনঝুনি, হাতি, উট, ঘোড়া, গাড়ি, লাট্টু। পিছনে সোনার ছাতা।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.