Header Ads

সবচেয়ে উঁচু রামমন্দির অষ্ট্রেলিয়ার

*সবচেয়ে উঁচু রামমন্দির* 

অষ্ট্রেলিয়ার পার্থে গড়ে উঠবে বিশ্বের সবচেয়ে উঁচু রামমন্দির। মন্দিরের উচ্চতা হবে প্রায় ৭২১ ফুট। ১৫০ একর জুড়ে গড়ে উঠবে ওই মন্দির। শ্রীরাম বৈদিক এবং সাংস্কৃতিক ট্রাস্টের উদ্যোগে ওই প্রকল্পে প্রায় ৬০০ কোটি টাকা খরচ হবে বলে জানা গিয়েছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.