Header Ads

দারিদ্র কমানোর দাবি সত্যতা নেই

*দারিদ্র কমানোর দাবি মিথ্যা তোপ কংগ্ৰেসের*

সম্প্রতি বহুমাত্রিক দারিদ্র দূরীকরণ সংক্রান্ত আলোচনাপত্র পেশ‌ করে নীতি আয়োগ দাবি করেছে গত ৯বছরে ভারতে ২৪.৮২ কোটি মানুষ দারিদ্র্যসীমার বাইরে বার হয়ে আসতে পেরেছেন। এই দাবিকে নির্ভেজাল মিথ্যা বলে দাবি কবল কংগ্ৰেস। তাদের আশঙ্কা এই সমস্ত মানুষকে বিনামূল্যের রেশন সহ বিভিন্ন সামাজিক সুরক্ষা প্রকল্প থেকে বাদ দেওয়ার চক্রান্ত করছে সরকার। 
স্বাস্থ্য শিক্ষা এবং জীবনধারণের মানের মতো মাপকাঠির উপরে ভিত্তি করে এই সমীক্ষা চালিয়েছিল নীতি আয়োগ। এই তিনটির অধীনে পুষ্টি শিশ্ত ও নাবালক মৃত্যু রান্নার জ্বালানি শৌচাগার বিদ্যালয়ের আঙিনায় পা রাখা ব্যঙ্ক অ্যকাউন্ট সহ আরও ১২ টি মাপকাঠি ছিল। গবেষণাপত্রে দাবি বিহার উত্তরপ্রদেশ এবং মধ্যেপ্রদেশের মতো দরিদ্র রাজ্যগুলিতে সবচেয়ে বেশি মানুষকে দারিদ্রসীমার বাইরে বার করে আনা গিয়েছে। ৯ বছর দরিদ্র মানুষের হার ২৯.১৭% থেকে নেমেছে ১১.২৮ শতাংশে। 
 আজ এক সাংবাদিক বৈঠকে  ২৪.৮৪ কোটি মানুষকে দারিদ্রসীমার বাইরে বার করে আনার দাবি আসলে বিজেপি নেতৃত্বোধীন সরকারের মিথ্যার তালিকার সর্বশেষ সংযোজন। তিনি বলেন এই পরিসংখ্যানের সঙ্গে বাস্তবের দুরদুরান্তের সম্পর্ক নেই। আসলে নীতি আয়োগ দারিদ্রের প্রতিষ্ঠিত মাপকাঠিগুলিকে বদলে দিয়ে এই সমস্ত সংখ্যা পেয়েছে। বিশ্ব ব্যাঙ্ক বা আইএমএফের মতো সংস্থাগুলিও এই দাবিকে স্বীকৃতি দেয়নি ইউপিএ সরকার ২৭ কোটি মানুষকে দারিদ্রসীমার উপরে তুলে এনেছিল। বিশ্ব ব্যাঙ্ক একে স্বীকৃতি দিয়েছিল। কংগ্ৰেস নেত্রীর বক্তব্য রিপোর্ট দেখে মনে হতে পারে দেশে বেকারত্বের সমস্যা নেই। আর বাস্তব হল জিনিসপত্রের চড়া দাম বেকারত্ব আয়ের বৈষম্য নিচু আয় এবং চুড়ান্ত দারিদ্রের মধ্যে সাধারণ মানুষের একটি উল্লেখযোগ্য অংশকে ভুগতে হচ্ছে। দারিদ্র মানুষের বিরুদ্ধে চক্রান্ত চলছে। যে ২৫ কোটি মানুষ দারিদ্রসীমার উপরে উঠে এসেছে বলে তিনি আইয়োগ দাবি করেছেন তাঁদের সামাজিক প্রকল্প ও সুযোগসুবিধার আওতা থেকে বাদ দেওয়া হবে। তাঁরা ভর্তুকি নিখরচার রেশন পারে না।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.