Header Ads

বদর পুর সংস্কৃতি পরিষদের নতুন কমিটি

*জানুয়ারি  ০১,২০২৪ ইংরেজি* 
 
      *বদরপুর শ্রীহট্র সংস্কৃতি পরিষদের নূতন কমিটি* 


বদরপুর শ্রীহট্র সংস্কৃতি পরিষদের ডাকে শ্রীদূর্গা বিবাহ ভবন,জুমবস্তীতে বার্ষিক  কার্যকারি সভার আয়োজন করা হয় ।  দিনটি ছিল রবিবার ইংরেজি ২০২৩ -র শেষ দিন । উক্ত সভায় সভাপতিত্ব করেছিলেন রবীন্দ্র লাল দত্ত। পূর্বের পরিচালনা কমিটি ভেঙ্গে  আগামী ছয় মাসের জন্য ১০ (দশ) সদস্য  বিশিষ্ট  এডহক কমিটি নূতন গঠন করা হয় সর্ব সম্মতিক্রমে। এই এডহক কমিটির সভাপতি পদে রাখা হয় ক্ষিতিশ চন্দ্র নাথ। সহসভাপতি শুভসুন্দর দেব চৌধুরী,সম্পাদক অলক দত্ত, সহ-সম্পাদিকা রাখী কর,কোষাধ‍্যক্ষ প্রীতম দেব সহ আরও  ৫(পাঁচ ) জনকে কার্যকারি সদস্য রাখা হয়।  এছাড়া আরও  ৫ (পাঁচ) জনকে নিয়ে উপদেষ্টামন্ডলী গঠন করা হয়। আসছে ২১ আর ২২ জানুয়ারি ২০২৪ ইংরেজি  শিলচরে হতে চলছে সর্বভারতীয় সিলেট উৎসব। এই খবরটি বদরপুর শ্রীহট্র সংস্কৃতি পরিষদের সম্পাদক অলক দত্ত জানান এক প্রেস বিজ্ঞপ্তিতে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.