Header Ads

কন্যা কুমারী- কাশ্মীর পর মণিপুর থেকে মহারাষ্ট্র রাহুল গাঁধীর ন্যায় যাত্রা

নয়া ঠাহর গুয়াহাটি:  কংগ্রেস  নেতা  রাহুল  গান্ধীর ভারত  জড়ো  যাত্রা র  দ্বিতীয়  পর্যায়ে মণিপুর  থেকে  শুরু  হয়েছে। আজ অসমে  প্রবেশ  করে  সংক্ষিপ্ত  ভাষণে  রাহুল  বলেন। শঙ্কর দেবের  আদর্শ    ভাব  ধারা   মেনেই  তাদের  ভারত জড়ো  যাত্রা র সূচনা। বিজেপি   আর এস এস  ভারত  কে  বিদ্বেষ  ছাড়িয়ে  টুকরো  টুকরো  করার  চক্রান্ত  শুরু  করেছে। তা প্রতিহত  করতে  হবে বলে  রাহুল  হুঙ্কার  দেন।  রাহুল  মণিপুর  থেকে  ফিরে  আসার  পর।মণিপুরে ফের  অশান্তি  শুরু হয়েছে। উগ্র  জঙ্গিরা  আই আর বি  শিবির  আক্রমণ  করেছে  বলে  অভিযোগ  এসেছে। আজ  অসমের  প্রাক্তন মন্ত্রী অঞ্জন  দত্তের  কন্যা  অঙ্কিত  দত্তের  কোন অভিযোগ  গুরুত্ব  দিলেন না।  অঙ্কিত  দত্ত  নিজের অভিযোগ   রাহুল  গান্ধী কে  অবগত  করার  জন্যে   amguri  তে অবস্থান  করছিলেন। মন্ত্রী  পীযূষ  hajorika অভিযোগ  করেন  অঞ্জন দত্তের  কন্যা অঙ্কিত  দত্ত ভয়ে  রাহুল  হাঁটার  সাহস  দেখাতে  পারলেন না।  অঙ্কিত  বিচার  পেলেন না। মুখ্যমন্ত্রী বলেন  রাহুল  গাঁধীর  ন্যায়  যাত্রা  মিয়া  যাত্রা  মুসলিমদের  যাত্রা  ওদের  সমর্থন আছে।  গুয়াহাটির  উপর দিয়ে  যাত্রা  শুরু  হলেও  গ্রেফতার  করা হবে নেতাদের।  অঞ্জন দত্তের  কন্যা কে  অপমান  করার  সমালোচনা  করেন। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.