24 কোটি মানুষের দরিদ্র তা কমেছে
দারিদ্রে থেকে মুক্তি ২৪ কোটির দাবি*শিক্ষা ও জীবনধারণের মানের মতো মাপকাঠির নিরিখে দারিদ্র কমানোর ক্ষেত্রে ৯ বছরে দেশ বিরাট উন্নতি করেছে বলে দাবি করল নীতি আয়োগের রিপোর্ট। তাতে বলা হয়েছে ২৪.৮২ কোটি মানুষ দারিদ্র্যমুক্ত হয়েছে এই সময়ে। জনসংখ্যার নিরিখেও চোখে পড়ার মতো কমেছে দারিদ্র মানুষের অনুপাত। তবে এই রিপোর্টও গ্রাম-শহরের ফারাক পোষ্ট। ব্যতিক্রম নয় পশ্চিমবঙ্গও।গত মাসে পাইকারি মূল্যবৃদ্ধি ০.৭৩% ছুঁয়ে হল ৯ মাসে সর্বাধিক। এমনিতে এই হার দেখে তেমন চড়া মনে না হলেও সেখানে খাদ্যপণ্যের ৯.৩৮% দাম বৃদ্ধিকে উদ্বেগজনক বলেই মনে করেছেন বিশেষজ্ঞদের একাংশ। ধান গম আনাজের দাম বিপুল চড়েছে। পেঁয়াজের মূল্যবৃদ্ধি ৯১.৭৭%।
কোন মন্তব্য নেই