Header Ads

131 জন পুরোহিত আজ দুপুরে রাম মন্দির গর্ভ গৃহ তে রাম লালা র মূর্তি স্থাপন করা হয়।

অমল  গুপ্ত কলকাতা:অযোধ্যা  এখন জন জোয়ার। দেশ  বিদেশের লাখ  লাখ  ভক্ত ভিড় জমিয়ে।  1528 সালের  পর  এই  প্রথম  অযোধ্যা  রাম মন্দির  রাম লালা র  মূর্তি  প্রতিষ্ঠিত  হতে  চলেছে। আগামী 22 জানুয়ারী  প্রধানমন্ত্রী  নরেন্দ্র  মোদী   রাম লালা র  মূর্তি  প্রতিস্থাপন  করবেন। অযোধ্যা  কে  সাজিয়ে  তোলা  হয়েছে। প্রতি  কোণে  জয়   শ্রী রাম   ',বিজেপি  সরকারের  জয় ধ্বনি  প্ল্যাকার্ড  পোস্টার।  ফুলে  ফুলে   সাজানো। sarayu  নদীর  ধারে  লাখ  লাখ  প্রদীপ। কেন্দ্রীয়  সরকার 22  জানুয়ারী  অর্ধ  দিবস   ছুটি  ঘোষণা   করেছে। অসম  সরকার ও অর্ধ  দিবস  ছুটি  ঘোষণা  করেছে। 

দেশের  সাতটি  রাজ্যে  ছুটি  ঘোষণা  করা হয়েছে।  20-21 জানুয়ারী  মন্দিরের  দ্বার  বন্ধ  থাকবে.  উত্তর  প্রদেশ  সরকার   নিরাপত্তার  সব দায়িত্ব  গ্রহণ  করেছে. ।অযোধ্যা  স্টেশনের  নাম  রাখা  হয়েছে  অযোধ্যা  ধাম।  নতুন নির্মিত  বিমানবন্দরে  তিন দিন  কলকাতার  ভক্তরা  রাম মন্দির  দর্শন  করতে  পারবেন।   22 জানুয়ারী  বেলা  12 তা  29 মিনিট  রামচন্দ্র  জন্ম  মুহূর্ত  ঘোষণা  করে  দেশের  প্রতিটি  রাজ্য  সরকারের  জনগণ  নিজের  নিজের  বাড়িতে  5 টি  করে  প্রদীপ  জ্বলতে  দেবে।  কলকাতার  কালীঘাট,  অসমের    Ksmkhya  মন্দিরে  গণেশ  মন্দিরে বিশেষ  পুজো  র ব্যবস্থা  করা  হয়েছে।  22 জানুয়ারী  তৃণমূল  সরকার সংহতি  দিবস  পালন  করবে। মুখ্যমন্ত্রী  মমতা  বন্দ্যোপাধ্যায়  জানিয়েছেন  ওই দিন  কালীঘাট  এ  তিনি  বিশেষ  কালী পুজো  করবেন।  ও  সংহতি  সম্প্রীতির  যাত্রা র  সূচনা  করবেন। জাত পাট  ধর্ম  সব ধর্মের  প্রতিনিধি  উপস্থিত  থাকবেন।  রাম  চন্দ্রের  স্মরণে  এক  ডাক টিকিট  উন্মোচন  করেন  প্রধানমন্ত্রী। দক্ষিণ  ভারতে বিভিন্ন  মন্দিরে   রামের  প্রাণ প্রতিষ্ঠা   গণেশ ,  লক্ষ্মী  পুজোর  আয়োজন  চলছে। ছবির সঙ্গে  রামের  মূর্তি  আছে। বরাক  উপত্যকা,  ব্রহ্মপুত্র  উপত্যকার  বিভিন্ন  মন্দিরে   রামের  প্রতিস্থাপন এর মহেন্দ্র ক্ষণ  বিশেষ পুজো র ব্যবস্থা  হয়েছে।  রাম লালা র  অভিষেক  কে  কেন্দ্র  করে  সারা  দেশে আনন্দ  উল্লাসে   সৃষ্টি  হয়েছে।  পশ্চিম  বঙ্গের  সঙ্গে  রামের  প্রাণ প্রতিষ্ঠা  র সঙ্গে  বঙ্গের  যোগ আছে। বঙ্গের  মানুষের  পক্ষ  থেকে  ভরি ভরি সোনা  দানা  পাঠানো  হয়।  মূর্তি  গড়া  ক্ষেত্রে  অবদান  আছে। অযোধ্যা  র আকাশে  নিরাপত্তা  ব্যবস্থা  ড্রোন  এ ভোরে  গেছে।  নিরাপত্তা বাহিনী   সব  জায়গা  মোতায়েন  করা  হয়েছে।  দেশ জুড়ে  22 জানুয়ারি  সন্ধ্যায়  সবাই  পঞ্চ প্রদীপ   জ্বেলে  শ্রদ্ধা  নিবেদন   করার  আহবান  জানান  গুয়াহাটির  ব্যবসায়ী  সমাজ।  ei সমাজের  মুখপাত্র  Prantosh  ray সবাই কে  এই আহবান  জানান। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.