Header Ads

অযোধ্যা র দীপা বলি চলছেই

*অযোধ্যায় যেন অকাল দিপাবলি*

অযোধ্যার কাছে প্রতীক্ষার শেষ রাত।  গোটা অযোধ্যা জুড়ে একটাই সুর বেজে চলেছে- রাম আয়েঙ্গে আয়েঙ্গে আয়েঙ্গে- রাম আয়েঙ্গে।
রামলালাকে স্বাগত জানাতে সেজে উঠেছে অযোধ্যা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রামলালার প্রাণ প্রতিষ্ঠার দিন ঘরে ঘরে প্রদীপ জ্বালানোর অনুরোধ করেছেন। সেই অনুরোধ মেনে গোটা অযোধ্যায় এখন অকাল দীপাবলি। রামমন্দির সংলগ্ন অধিকাংশ বাড়ির সামনে প্রদীপ জ্বালছে সন্ধ্যা থেকেই। নতুন করে সেজে উঠেছে মন্দির সংলগ্ন সরযূ ঘাট। আজ আরতি সঙ্গেই যেখানে বিশেষ লেজার শোয়ে রামায়ণের বিভিন্ন ঘটনা তুলে ধরা হয়। স্থানীয় অযোধ্যাবাসি প্রদীপ তিওয়ারি বিনামূল্যে চা-বিস্কুট খাওয়াছিলেন সকলকে। বললেন আজ সত্যিই আমাদের খুশির সীমা নেই। এত বছর পরে রামলালা নিজের ঘরে ফিরেছেন। ত্রেতা যুগে বনবাস কাটিয়ে ফেরাই দীপাবলি হয়েছে অযোধ্যায়। একটাও তার দ্বিতীয় বার ঘরে ফেরা। আমাদের দায়িত্ব তাকে যোগ্য ভাবে বরণ করে নেওয়া। হনুমান গুফা থেকে যে রাস্তাটি লতা মঙ্গেশকর চক হয়ে রাম মন্দির পৌঁছেছে সেই তিনি কিলোমিটার ওটাটাই ফুল দিয়ে মোরে দেওয়া হয়েছে। সাজানো দায়িত্বে যারা ছিলেন জানালেন ওই ফুলের অনেকটা এসেছে কলকাতা থেকে। রাস্তা দু'-প্রান্তে প্রতি ৫০০ মিটার অত্যন্ত বানানো মঞ্চে দুপুরের পর থেকেই গান ও নৃত্যাভিনয়ে যোগ দিয়েছেন স্থানীয় শিল্পীরা। আমাজনতাকে আজ রাত পর্যন্ত পায়ে হেঁটে ঘুরে বেড়ানো অনুমতি দিয়েছেন প্রশাসন। এরই মধ্যে প্রস্তুতি খিতিয়ে দেখতে পথে নামা মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে দেখা গেল রামকথা পার্কে গ্রামের মূর্তির সঙ্গে নিজস্বী নিতে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.