75 প্রজাতন্ত্র দিবসে নারী শক্তি জয় গান 1500 মহিলা সাংস্কৃতিক প্রদর্শন
অমল গুপ্ত:75 তম প্রজাতন্ত্র দিবসে নারী শক্তি গান আজ দিল্লী পথে 1500 মহিলা ।কলা সংস্কৃতি প্রদর্শন করেন। সেনা বাহিনীর ।ব্র্যান্ড বাজানো পাইলট নিয়ে নারী শক্তির বিজয় ঘোষণা করা হয়। ফ্রান্সের রাষ্ট্র পতি ম্যাক্র ম্যানুয়াল প্রজাত তন্ত্র দিবসে মুখ্য অতিথি ছিলেন। আজ জয় পুর সফর করেন। l Ladak Rejiment যুদ্ধে পাঠ নেন। আজকের প্রজাতন্ত্র দিবসে সব tab লো তে ছিল নারীর জয় যাত্রা মণিপুর meghaloye সব ক্ষেত্রে। একই দৃশ্য।
কোন মন্তব্য নেই