Header Ads

টিকবে না ইন্ডিয়া জোট দাবী প্রশান্ত কিশোরের

 Moumita  Das। : টিকবে না জোট দাবি প্রশান্ত কিশোরের
২০২৫ সালের বিহার বিধানসভা পর্যন্ত টিকবে না এই জোট। রবিবার নীতীশ-কাণ্ডের আবহে এক সাংবাদিক বৈঠকে এই মন্তব্যই করলেন ভোট কুশলী প্রশান্ত কিশোর। তাঁর কথায় লোকসভার ৬ মাসের মধ্যে ফের দলবদল করতে পারেন নীতীশ কারণ এটিই তাঁর রাজনীতির। 
প্রশান্ত বলেন তিনি শুরু থেকেই বলে আসছেন নীতীশ কুমারের দলবদলের ইঙ্গিত রয়েছে। নীতীশ এক জন পাল্টুমার তাঁর রাজনীতির অন্যতম পন্থ হল  ডিগবাজি খাওয়া। 
সমস্ত চর্চা সঠিক প্রমাণিত করে রবিবারই বিরোধী মন্থ ইন্ডিয়ার হাত ছেড়ে বিজেপির হাত ধরলেন। সেই নিয়ে চূড়ান্তর টানাপড়েন চলছে বিহার রাজনীতিতে। সেই প্রেক্ষিতে প্রশান্ত কুমারের এই মন্তব্য বেশ তাৎপর্য। প্রশান্ত কুমার এর আরো দাবি, নিতিশ যে ডিগবাজি খাবেন তা সবাই জানেন তাই এই নিয়ে আলোচনা করা নির্থক।
তবে নিতিশের মতো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কেন্দ্রের 

  বিজেপির নেতারাও ডিগবাজিতে ওস্তাদ। তার কারণ গত কাল পর্যন্তও নীতিশের প্রবল নিন্দা করলেও এখন তাঁকে দুহাত বাড়িয়ে দলে স্থান দিয়েছেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.