Header Ads

রাহুলের যাত্রার পরেই ধস

রাহুলের যাত্রার পরেই ধস
  Moumita  das 
রাহুল গান্ধী র ন্যায় যাত্রার পরে অসমে বড় ধস কংগ্রেসের। ।প্রাক্তন প্রদেশ যুব কংগ্রেস সভাপতি অঙ্কিতা দত্ত, মন্ত্রী বিস্মিতা গগৈ দলত্যাগ করে বিজেপিতে যোগ দিয়েছেন। গুয়াহাটি দলীয় কার্যলয়ে রবিবার গেরুয়া শিবিরের নাম লিখেছেন ছাত্র সংগঠন আসুর প্রাক্তন সভাপতি দীপাঙ্ক নাথ সহ ১৫০ জন মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা বিজেপি তে যোগ দেন। , রাহুলকে কটাক্ষ করে বলেন তিনি ন্যায় যাত্রা করার পরেই বিজেপির শক্তি বাড়ল। রাহুল আসলে বিজেপির তারকা প্রচারক। অঙ্কিতা গত এপ্রিলে সর্বভারতীয় যুব কংগ্রেস সভাপতি শ্রীনিবাস বি ভি-র বিরুদ্ধ হয়রানি সহ নানা অভিযোগে মামলা দায়ের কারেন। পরের মাসেই তাকে দল থেকে বহিস্কার করা হয়। এ দিন পদ্মশোভিত টুপি পরে অঙ্কিতা বলেন কংগ্রেসের মহিলা নেত্রী কোনো নিরাপত্তা নেই। নেতার অন্যায়ের বিরুদ্ধে এফআইআর করার দল থেকে বহিষ্কৃত হতে হয় ভাবা যায়। প্রাক্তন মন্ত্রী বিস্মিতাও বলেন কংগ্রেসের মহিলারা সুরক্ষিত নন। কি কষ্টে যে ছিলাম দলটিতে। এক এক করে সব বলব। কংগ্রেসের সাংসদ আব্দুল খালেকের মতে যারা গিয়েছেন তাঁরা আবর্জনা।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.