Header Ads

500 বছর অপেক্ষার পর অযোধ্যা রাম মন্দিরে রাম লালা র প্রাণ প্রতিষ্ঠা , ভক্তি আবেগে ভাসছে অযোধ্যা ,দেশের সব পথ মিলেছে ভক্তি সরণি তে

অমল  গুপ্ত, 22 জানুয়ারী, কান্দি জেল রোড  মুর্শিদাবাদ :কলকাতা:500 বছর  লড়াইয়ের  পর  ভারত বর্ষের  মানুষ  তাদের  প্রাণের  পুরুষ   রাম  লালা র  প্রাণ  প্রতিষ্ঠা  করার  সুযোগ  পেলেন।  দেশের  প্রধানমন্ত্রী  নরেন্দ্র  মোদী  ফল মূল খেয়ে 11 দিন ব্রত  রেখে   দক্ষিণের    8সাগর  a স্নান  করে  গাই  পুজো  করে   রাম লালা র  প্রাণ প্রতিষ্ঠা   করবেন বেলা  12-20 মিনিট ।  রাজস্থানের  ঘি  দিয়ে  রামের  আরতি  হবে। আজ  কেন্দ্রের  সব  অফিস   দিল্লী  , অসম  সহ  অধিকাংশ  রাজ্যের অর্ধ  দিবস  ছুটি  ঘোষণা  করেছে।  সারা  বিশ্ব  থেকে   প্রাণ প্রতিষ্ঠা  উপলক্ষ্যে  প্রতিনিধি  রা  এসেছেন।   আজ দেশ জুড়ে  রাম মন্দির  নিয়ে  উৎসাহ  উন্মাদনা  চূড়ান্ত  রাম  আবেগে  ভাসছে গোটা  দেশ।  পশ্চিম বঙ্গ  সরকার  আজ  সর্ব ধর্মের  সংহতি   মিছিলের  ডাক দিয়েছে। বিরোধী  রা  রামের  পুজো  পাঠ  করছে। 

অযোধ্যা  তীর ভর্তি sarayu নদীর  কিনারে  140 টি  শিব  মন্দির  নির্মাণ  করা  হচ্ছে।  আলো  মালা  ফুলে   উজ্জ্বল  অযোধ্যা     সারা  বিশ্বের   সংস্কৃতি  মিলে মিশে   এক।  12- 5- থেকে  12-45 মিনিটে  অনুষ্ঠান  শেষ  হওয়ার  পর প্রধানমন্ত্রী  বিশাল  এক  জন সভা  তে   ভাষণ  দেবেন। দেশ  কে  বার্তা  দেবেন। আজকের  অভিষেক  পর্ব  সারা  দেশের  নদীর  জল  মাটি  আনা  হয়েছে।     প্রধানমন্ত্রী   বলেছেন  রাম  লালা র  প্রতিষ্ঠা  পর  দেশের অবস্থা ভালো  হবে।    দুঃখ  যন্ত্রণার  অবসান  ঘটবে।     মাধুরী  দীক্ষিত  ,অমিতাভ   বচ্চন,   অক্ষয়  কুমার ,  তেন্ডুলকর অভিষেক  bacchan  চন্দ্র  বাবু  naidu প্রমুখ উপস্থিত  হয়েছেন। আজ বেলা  12টা  29 মিনিট  8 সেকেন্ড  এ   প্রাণ প্রতিষ্ঠা  হবে। 86 সেকেন্ড  মাহেন্দ্রযোগ  এ  প্রাণ প্রতিষ্ঠা  হবে।  রাম  মন্দির আন্দোলনের  অন্যতম  লাল কৃষ্ণ  আডবাণী   
এম মনোহর   জসি,  বিনয় কাঠ ইয়ার, উমা  ভারতী প্রমুখ   গুরুত্ব  পাননি। শিল্প বিশিষ্ট  ব্যক্তিরা  বলেন  হিন্দুদের    প্রাণের  পুরুষ  রামচন্দ্র  ভারতের  যে  প্রান্তে   গিয়েছে ন সেই  প্রান্তে  লাখ  লাখ  হিন্দুদের  ভিড়  জমে  তীর্থ  ক্ষেত্র গড়ে  উঠে. পর্যটন  বেড়ে উঠে পাশাপাশি     পর্যটন   শিল্প বিকাশ. । প্রধানমন্ত্রী  এই  লাভ  খুঁজছেন।  অযোধ্যা  পর্যটন  আজ  বিশ্বে  স্থান  করে  নিয়েছে।  ভারতে  সমৃদ্ধি  বৃদ্ধি  পাবে।   আজ  আরতি  সময়  সবার  হাতে  ঘন্টা  থাকবে। অসম, ত্রিপুরা, বাংলার  মানুষ   5'6 ডিগ্রি  ঠান্ডা তে  রামের    পুজো  তে মেতে  সামিল  হয়েছে। পুজোর  সময়  হেলিকপ্টার  থেকে  পুষ্প  বৃষ্টি  করা হবে। নিরাপত্তার ।খাতিরে  24 ঘন্টা  আকাশে  ড্রোন  ঘুরছে। ।  কাল  ব্লাক  স্টোন  বা  কালো পাথর  দিয়ে  51 ইঞ্চি  তিনটি  মূর্তি  গড়া  হয়েছে। একটি  মূর্তি কে  রাম লালা  হিসাবে  পুজো  করা হবে। আরো  7 টি  মূর্তি  চত্বরে  রাখা  হয়েছে।     অযোধ্যা   sarayu  নদী  থেকে7 সাগর  এর  কিনারা  পর্যন্ত  রাম  নামে   মুখরিত।  সারা  দেশে   রাম  আবেগে  মুখরিত। 12 টা 29 মিনিটে  প্রধানমন্ত্রী  গর্ভ গৃহ  তে  প্রবেশ  করেন।  পাশে  Mohon  vagbot  কে বসে  থাকতে  দেখা  যায়।  উত্তর প্রদেশের  মুখ্যমন্ত্রী  ও  ওই  প্রদেশের  রাজ্যপাল  ও পাশে  বসেন। প্রধানমন্ত্রী  ঘি  রঙের  পাঞ্জাবি       পড়েছিলেন  হাতে  পদ্ম ফুল। পুরোহিত  রা প্রার্থনা  করেন  ভারতের সব ধর্মের  মানুষকে  নিয়ে  রাম রাজ্য  প্রতিষ্ঠা  হবে। 12 টা  রাম লালা র  আবরণ  উন্মোচন  করা  হয়।  বালক রুপি  কালো  পাথর এর রাম মূর্তি  দেখে  দেশ  বাসি অভিভূত    উৎফুল্ল   আনন্দিত।  অবহ সঙ্গীত  ,  সুর    গাঁধীর  রঘু পতি  রাজা রাম । মূর্তি   নির্মাণ  করেছেন  অরুণ  যোগী রাজ্  নেতাজী  মূর্তি ও   তিনি  গড়ে চেন। 
  51 ইঞ্চি  কালো  পাথরের  মূর্তি লাল  হলুদ  নীল সাদা মালা  পড়ানো  হয়েছে। শ্বেত  মুক্ত   কাল পাথরের  উজ্জল   ছবি  ফুটে  উঠেছিল প্রধানমন্ত্রী অঞ্জলি দেন। । বেলা  একটা 15 মিনিটে প্রাণ  প্রতিষ্ঠা  সম্পূর্ন   হয়।।  প্রধানমন্ত্রী  পরে  ভাষণ  দিয়ে  বলেন  22 জানুয়ারী  কোনো   তারিখ  নয়  এক  কাল  চক্রের  সূচনা হল।এই  কাল অসম্ভব  কে  সম্ভভ  করবে ।   রাম লালা র প্রাণ  প্রতিষ্ঠার  রাম  তাঁবুতে  নেই  মন্দিরে  নেমে এসেছে। যে  কাজ  এতদিন  করতে  পারা যেত না  এখন  করব।  সারা  বিশ্বে     রাম   উজ্জল  হয়েছে। 









































কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.