Header Ads

অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা পরেশ বড়ুয়া র সঙ্গে লাগাতার সুসম্পর্ক রেখে চলছেন

অমল   গুপ্ত,কলকাতা :অসমের  মুখ্যমন্ত্রী   আলফার  কমান্ডার  ইন চিফ  পরেশ  Barua  র  সঙ্গে  লাগাতার  সম্পর্ক  রেখে  চলছেন। তাঁকে  ফিরে  আসার  আহ্বান জানান।  বলেন  পরেশ  কম করেও  15 দিনের  জন্যে অসমে  আসুক হাজার  মানুষের  সঙ্গে  কথা  বলুক  তবে  তার  দাবী দাওয়া    চেঞ্জ  হয়ে যাবে। নতুন  বছরের প্রথম দিন  মুখ্যমন্ত্রী   সাংবাদিকদের   সামনে  তাঁর  রাজত্ব  রিপোর্ট  card  দাখিল  করে  রাজ্যের  সার্বিকভাবে  উন্নয়নের   গতিপথ  নিয়ে  আলোকপাত  করেন। বলেন  তার সময়ে  3,842 টি cabinet  বৈঠক  এর  প্রস্তাব  কার্যকর  করা  হয়েছে।  মুখ্যমন্ত্রী  দাবী করেন তিনি দৈনন্দিন  ডায়েরি  লিখে  সব  কথা  লিপিবদ্ধ  করেন। আলফা  প্রধান  সম্পর্কে  বলেন  তার  সংগে নিয়মিত  যোগাযোগ  আছে ।এই চুক্তি ভূমিপুত্রর সব সমস্যা সমাধান হয়ে যাবে। ।  মুখ্যমন্ত্রী  দাবী করেন  আলফার  স্বাধীন  ভারত বা সার্বভৌমত্ব   অসমের  মানুষ  সমর্থন  করেনা।  মুখ্যমন্ত্রী  দাবী করেন    অসমের আর্থিক  উন্নয়ন ত্বরান্বিত  হয়েছে  18 শতাংশ  কর  বৃদ্ধি  পেয়েছে।  অসমে  বড় শিল্প বিনিয়োগ  করতে এলে শুধু  অসম নয়  প্রতিবেশী  দক্ষিণ  পূর্ব এশিয়া   bankok  সিঙ্গাপুরের  মার্কেট   এ  বাজার  ধরার  চেষ্টা  করে।  তাই অসম  শুধু  অসমে  সীমাবদ্ধ  থাকেনা।  ভৌগোলিক   দিক  থেকে  গুয়াহাটির  অবস্থান  দেশের  জন্যে খুবই  গুরুত্বপূর্ণ ।  দাবী করেন  গত  তিন  বছরে  অসমে  নানা  আন্দোলন  হ্রাস  পেয়েছে।  উন্নয়ন  গতি  পেয়েছে।  কোনো  সেতু  কোনো  প্রকল্প   র  দাবিতে আগে  আন্দোলন  করতে  হত  এখন  বিনা  আন্দোলন  এ  সব প্রকল্প  বাস্তবায়িত  হচ্ছে।  আগামী  দিনে অসম ভারতের  অন্যতম   উন্নতির  রাজ্য  হিসাবে  সামিল  হবে। আজ মুখ্যমন্ত্রী   dikhlipukuri থেকে  noonmati পর্যন্ত  প্রায়  5 কিলোমিটার  উড়ালপুল  এর   শিলান্যাস  করে ন ।প্রায়  হাজার  কোটি  টাকার  সেতুর  পাশে  যে সব গাছ  পড়বে  টা  কাটা  হবেনা  অত্যাধুনিক  প্রযুক্তির  মাধ্যমে  গাছগুলো  অন্যত্র  স্থানান্তর  করা  হবে।  যা অসমে  কোনো দিন দেখা যায় নি। আজ গুয়াহাটি মহানগর  200 টি Eltrical  বাস  চালু  করা হয়।   2025 সালের  মধ্যে  সব যান বাহন  ইলেকট্রিক  করার  কথা  বলেন  মুখ্যমন্ত্রী। তিনি জানান  ইলেকট্রিক   charjing স্টেশন   গড়া  হবে।মহানগর  এ 2000  সি সি  ক্যামেরা  বানানোর  আশ্বাস  দেন  মুখ্যমন্ত্রী।রাজ্যের  বিভিন্ন  আই  কণিক প্রকল্প   গঠন  করার  প্রতিশ্রুতি  দেন। যা দেশে নেই। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.