*দুটো হাত নেই পা দিয়ে লক্ষ্যভেদ করা শীতলা দেবী
*দুটো হাত নেই পা দিয়ে লক্ষ্যভেদ করা শীতলা দেবী পেলেন অর্জুন পুরস্কার*
দুটো হাত নেই পা দিয়েই করেন লক্ষ্যভেদ। কথা হচ্ছে ভারতীয় প্যারা আচার্য শীতলা দেবীকে নিয়ে। মাত্র 16 বছর বয়সেই অর্জুন পুরস্কার পেলেন কাশ্মীরের মেয়ে শীতলা দেবী। বিরল রোগ ফোকোমেলিয়ায় আক্রান্ত তিনি। দুটো হাত না থাকার পরেও তাঁর রয়েছে আশ্চর্য প্রাণশক্তি এবং বেঁচে থাকার নেশা। ভারতের সোনার মেয়েকে নিয়ে এখন চারিদিকে চলছে আলোচনা।
কোন মন্তব্য নেই