কলকাতা বইমেলা শুরু হচ্ছে আজ , 26 বছর পর কান্দি বইমেলা
নয়া ঠাহর,কান্দি জেল রোড:কলকাতার বইমেলা আজ শুরু। ব্রিটিশ কাউন্সিলর এর স্মরণে এই মেলা চলবে 31 জানুয়ারি পর্যন্ত। 26 বছর পর কান্দি শহরে গতকাল বইমেলা শুরু হয়েছে। গ্রন্থাগার মন্ত্রী সিদ্দি কুল্লা চৌধুরী বইমেলা উন্মোচন করেন। রাজ্যের সবচেয়ে প্রাচীন পৌরসভা Halifox ময়দানে এই মেলা প্রসঙ্গে মন্ত্রী চৌধুরী জানান বহরমপুর বইমেলায় 1 কোটি 40 লাখ টাকার বই বিক্রি হয়েছে। 77 লাখ বই প্রেমি ওই বইমেলায় গিয়েছিলেন। জানান সরকারি গ্রন্থাগারে 2 কোটি 60 লাখ বই আছে। গতকাল কান্দি বিধায়ক অপূর্ব সরকার। পৌরসভা চেয়ারম্যান জয়দেব ঘটক, খরগ্ৰামের বিধায়ক আশিস মার্জিত প্রমুখ হাজির ছিলেন। ২২ জানুয়ারি পর্যন্ত বইমেলা চলবে
প্রমুখ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
কোন মন্তব্য নেই