Header Ads

নওগাঁ ডেপুটি কমিশনার অফিসে উত্তপ্ত পরিস্থিতি

নগাঁও জেলা আযুক্তের কার্যালযে উত্তপ্ত পরিস্থিতি #
গুযাহাটীর সাংবাদিক এবং জেলা আয়ুক্তের সংঘাত#
সুনীল রায় নগাঁও ৫জানুযারী :- নগাঁও জেলা আয়ুক্তের কার্য্যালয়ে আজ বিকালে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। নিজেকে গুযাহাটীস্থ সাংবাদিক বলে পরিচয় দেয় একজন ব্যক্তি এবং জেলা আযুক্তের মধ্যে সৃষ্টি হ ওয়া সংঘাতের জন্য পরিস্থিতি উত্তপ্ত হয়। গুযাহাটীর সাংবাদিক জনের বিরুদ্ধে জেলা আযুক্ত নরেন্দ্র কুমার শ্বাহকে দুর্বব্যবহার করার অভিযোগ উঠেছে।ব্যক্তিজনে নিজের নাম দীপাংকর মেধি বলে পরিচয় দেওয়ার সাথে সে একটি বৈদ্যুতিক চেনেলের সাংবাদিক বলে কয়।পরে জেলা আয়ুক্তকে দুর্বাব্যবহার করার অভিযোগে নগাঁও পুলিশে সাংবাদিক মধিকেআটক করে।এর বিপরীতে সা়ংবাদিক দীপাংকর মেধিয়ে জেলা আযুক্ত নরেন্দ্র কুমার শ্বাহে তাকে প্রহর করার অভিযোগ উত্থাপন করেছে।এই ঘটনাকে কেন্দ্র করে জেলা আযুক্তের কার্যালযে উত্তপ্ত পরিস্থিতির‌সৃষ্টি হয়। সাংবাদিক মেধিয়ে সংবাদ মধ্যমকেজানানো মতে খবরের সংক্রান্তে সে জেলা আযুক্তকে  সাক্ষাৎকারের জন্য সে এসেছিল। সাংবাদিক জনকে পুলিশে আটক করার সাথে জেলা আযুক্তে সাংবাদিক জনের কেমেরাও জব্দ করা বলে জানতে পারা যায়।ঘটনাটিকে নিয়ে পুলিশে তদন্ত আরম্ভ করেছে।কি বিষযকে কেন্দ ‌করে জেলা আয়ুক্ত এবং সাংবাদিকজনের মধ্যে সংঘাতের সৃষ্টি হলো জানতে পারা যআয় নাই।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.