কলকাতায় সুর সম্রাট ওস্তাদ রশিদ খান প্রয়াত সারা দেশে শোক প্রকাশ
নয়া ঠাহর: কলকাতা : ওস্তাদ রসিদ খান মাত্র 55 বছর বয়সে আজ কলকাতায় মারা যান। যার সঙ্গে অসমের সম্পর্ক ছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন এই ক্ষতি কোনোদিন পূরণ হবে না। রশিদ খানের মরদেহ আজ রাতে থাকবে কাল রবীন্দ্র ভবন। এ gun স্যালুট দিয়ে শেষ শ্রদ্ধা জ্ঞাপন করা হবে জানা গেছে। মাত্র 55 বছরের সুরের জাদুকর চলে গেলেন। অসম' বঙ্গ শিলং সর্বত্র উস্তাদ এর ভক্তের সংখ্যা অগণিত। তিনি গত 22 দিন হাসপাতালে ভর্তি ছিলেন। আজ সাড়ে তিনটা নাগাদ মারা যান। তার মৃত্যুতে গানের জগতের মধ্যে শূন্যতার সৃষ্টি হল। ওস্তাদ রসিদ খানের সঙ্গে বঙ্গের এক সম্পর্কের সৃষ্টি হয়েছিল তাই তিনি বহু সুযোগ পেয়েও পশ্চিমবঙ্গ ছেড়ে যাননি।
কোন মন্তব্য নেই