Header Ads

বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার কি বিজেপি তে যাচ্ছেন ?সুশীল মোদী কি ডেপুটি সি এম ?

অমল  গুপ্ত  :বিহার  রাজনীতি  কি  সমাজবাদী  শিবিরে   ফিরে   যাচ্ছে? নীতীশ  কুমার    কি  বিজেপি  তে সামিল  হচ্ছে আবার বিজেপি মুখ্যমন্ত্রী  হিসাবে  দায়িত্ব নেবেন?? সুশীল  কুমার  ডেপুটি  সি এম  পদে   শপথ  মুখ্যমন্ত্রী  পদে  বসবেন। 

?বিরোধী  জোট   ইন্ডিয়া  প্রায়  ভেঙে  যাচ্ছে বঙ্গের  মুখ্যমন্ত্রী  মমতা    বন্দ্যোপাধ্যায় জোটের  সঙ্গে  সুসম্পর্ক  রাখছেন  না  বলে অভিযোগ। তৃণমূল  হিসাবে বঙ্গে একা  লড়াই  করতে  চান । সেই  চূড়ান্ত  বার্তা  দিয়েছেন।  নীতীশ  কুমারের  মত  নেতা  সরে  গেলে ইন্ডিয়া  জোট  দুর্বল  হয়ে পড়বে। রাহুল  এর  সঙ্গে  মমতা বিরোধ  তুঙ্গে। ন্যায়  যাত্রা শেষ করে  রাহুল  ফিরে  যাচ্ছেন।  অসমের  মুখ্যমন্ত্রী  হেমন্ত  বিশ্ব শর্মা কেন্দ্রীয়  স্বরাষ্ট্রমন্ত্রী  অমিত শাহ বিহার  যাচ্ছেন। বিজেপি দলের  executive  মিটিং  বিহারে যাচ্ছেন। স্বয়ং  প্রধানমন্ত্রী  নরেন্দ্র  মোদী   নীতীশ কে  স্বাগত  জানাতে   bihar যাচ্ছেন। লালু প্রসাদ কে  আর  কোনোভাবে   মানতে  পারছে  না নীতীশ   কুমার। 48 ঘণ্টার মধ্যে নীতীশ  পদত্যাগ   করবেন?প্রাক্তন মুখ্যমন্ত্রী  অখিলেশ  যাদব বলেন   নীতীশ  কুমার  প্রধানমন্ত্রী  পদে  বসবেন ।তাই  তিনি  থাকবেন যাবেন না। এদিকে  রাহুল  গান্ধী  কে বঙ্গে তৃণমূল  কংগ্রেস   28 জানুয়ারী  মিটিং করতে চেয়ে  ছিলেন 
মিটিং  করার  অনুমতি  দিলেন  না।  তৃণমূল  নেত্রী সুস্মিতা  দেব  বলেন পরীক্ষার  জন্যে পুলিশ  অনুমতি  দেই নি  পুলিশ. ।  অধীর  চৌধুরী । ঠিক  বলছেন না। অসমে  যাত্রার  সময়  রাহুল  সমর্থকরা  পুলিশের  হাতে  মার খান   মুখ্যমন্ত্রী  নির্দেশে  পুলিশ  লাঠি   চার্জ  করে   বলে  কংগ্রেস অভিযোগ  করেছে।   নীতীশ  কুমার  জানিয়ে  দিলেন   তিনি বিজেপি  দলে  যাচ্ছেন।  তিনি আজ কবুল  করেন। মুখ্যমন্ত্রী  পদে  তিনি  আবার  যাবেন। বিজেপি  দলে নয়। সমাজবাদী  বা  ইন্ডিয়া জোটের বিরুদ্ধ দলের    মুখ্যমন্ত্রী পদে  নীতীশ  কুমার   বসবেন। পক্ষে 128 জন  বিধায়ক  আছেন। 
 















কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.