Header Ads

বাংলাদেশে 7 জানুয়ারী সাধারণ নির্বাচন সেনা বাহিনী মোতায়েন, হাসিনা ফের ক্ষমতায় ফিরছেন

নয়া ঠাহর: কলকাতা   বাংলাদেশে  পুনরায়  শেখ  হাসিনা  ক্ষমতার  ফিরবেন   পূর্বাভাস  সেই   দাবী   করেছে। আজ 7 জানুয়ারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিটি কলেজের ভোটকেন্দ্র ভোটদিয়ে বলেন নৌকা চিহ্ন প্রতীক এ মানুষ ভোট দেবে।  আওয়ামী লীগ ক্ষমতার আসবে। 11 কোটি  30 হাজার ভোটার;বাংলাদেশের  লোকসভা  নির্বাচনে   আওয়ামী লীগ    পুনরায়  জয় লাভের  দিকে  এগোচ্ছে। ভারত  বিরোধী,  হাসিনা  বিরোধী চক্র  বাংলাদেশে  যাতে  সাম্প্রদায়িক  দাঙ্গা    বাঁধতে  না পারে  তার  জন্যে  সেনা  বাহিনী  মোতায়েন  করা  হয়েছে।  বিরোধী  প্রধান  দল বি  এন পি   শনিবার  থেকে   সোমবার  বাংলাদেশ  বন্ধের  ডাক দিয়েছে।  হাসিনা  সরকারের  পদত্যাগের  দাবি  জানিয়েছে। এর  মধ্যে  জোর  প্রচার  অভিযান  চলছে ।বিরোধী  দলের  অভিযোগ  বর্তমান  অবস্থায়  নিরপেক্ষ  নির্বাচন  সম্ভব নয়। হাসিনার  পদত্যাগের  দাবিতে দেশ  জুড়ে  প্রতিবাদ  মিছিল  চলছে।নির্বাচনের  আগে  নাশকতা  মূলক  কাজ কর্মকান্ড  চালানো  হচ্ছে  এক ট্রেনে  অগ্নিসংযোগ  করা হয়। আজও  প্রচারের  শেষ দিন। 300 লোকসভা  আসনে  নির্বাচন   হচ্ছে। নির্বাচন  কমিশনার  জানান  পশ্চিমবঙ্গে পঞ্চায়েত  নির্বাচনে  ব্যাপক  হিংসার  ঘটনা  ঘটেছে  40 জন মারা গেছে। বাংলাদেশে হবে না। 62  টি  জেলা তে  কয়েক লাখ  সেনা  মোতায়েন  করা  হয়েছে। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.