Header Ads

কমলা লেবু চাষে জোর দিচ্ছে উত্তর বঙ্গ

 Moumita। Das*কমলালেবু‌‌ চাষে‌ জোর দিচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্য*

 বিশ্বের বিভিন্ন প্রান্তের মতোই রোগের  প্রাদুভাবে ধাক্কা খেয়েছে উত্তরবঙ্গ কমলালেবুর উৎপাদন। সেই রোগ প্রতিরোধের পাশাপাশি সার্বিক ভাবে  এই ফল চাষের উন্নতি ও  তা থেকে খাদ্য  প্রক্রিয়াকরণ শিল্প গড়ায় জোর দিচ্ছে রাজ্য। সম্পত্তি ইন্ডিয়ান চেম্বারে এক অনুষ্ঠানে খাদ্য অতিক্রায়ন মন্ত্রী অরূপ রায় জানান, উত্তরবঙ্গে কমলালেবু গাছে রোগ (ডাইব্যাক) বাসা বাধাই সম্প্রতিককালে তার উৎপাদন কমেছে প্রায় ১০%।
 খাদ্য প্রতিক্রায়ন দফতর সূত্রে খবর, দার্জিলিং ও কালিম্পংয়ে তাদের পৃথক দাঁড়িয়ে ডিরেক্টরেট-এর অধীনে ১৫ টি ডিভিশনে আওতায় ২৭১ একর জমিতে কমলালেবুর চাষ হয়। এ ছাড়াও বেসরকারি ভাবে উত্তরবঙ্গের আরও অনেকেই এতে যুক্ত। এক  কর্তার দাবি, রোগের সমস্যা শুধু সেখানে নয়, বহু বছর ধরে  বিশ্বের বিভিন্ন দেশে ঘটেছে। তবে সার্বিক ভাবে উত্তরবঙ্গে সব মিলিয়ে কত কমলালেবুর গাছ রয়েছে, কত জন  চাষি যুক্ত, কি ধরনের রোগ বা সমস্যা হয়, এসব নিয়ে বিস্তারিত সমীক্ষা করা যায় কি না সেই আলোচনা চলছে। সে‌ ক্ষেত্রে চাষীদের থেকে তথ্য সংগ্রহ করা হবে। পাশাপাশি জোর দেওয়া হবে খাদ্যপ্রতিক্রায়াকরণ শিল্প গড়ে তোলাতেও।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.