Header Ads

লোকসভা ভোটের আগেই সি এ চালু ? ভোটে জেতার লক্ষে আবার সি এ লাগু করবে

অমল  গুপ্ত,কলকাতা:2015 সালের  আগে  পাকিস্তান, বাংলাদেশ  আফগানিস্তান   থেকে  অত্যাচারিত  হয়ে  আসা  হিন্দু;,    খ্রিষ্টান ,বৌদ্ধ ,  জৈন       প্রমুখ  অমুসলিম  জনগোষ্ঠির সুরক্ষা  ও রাজনৈতিক    অধিকার  সাব্যস্ত  করার  লক্ষে  নাগরিকত্ব  সংশোধনী  আইন  তৈরী  হয়েছে। তৃণমূলের  দাবি  মিথ্যা  প্রচার।  2019 সালে  নাগরিকত্ব  সংশোধনী  আইন  টি  পাশ  হয়েছিল  কিন্তু  আইনে  ধারা  গুলি  চূড়ান্ত  হয়নি।  বাংলাদেশ  সহ ভারতে  বসবাসকারী তিন কোটি      hindu             motua সম্প্রদায়ের  মানুষের  ভোটের  লক্ষে  এই  আইন  চালুর  প্রস্তুতি  শুরু  হয়েছে। কারণ  লোকসভার  নির্বাচন  আসন্ন। অসমে এই আইন  এর বিরুদ্ধে  রক্তাক্ত  আন্দোলন  শুরু  হয়েছিল   তিন জন  নিহত  হয়েছিল।অসমের বাঙালি  হিন্দু   জনগোষ্ঠির  লাখ লাখ  মানুষ একসময় ওপার বাংলা   দেশ  থেকে  অসম ও  উত্তর  পূর্বাঞ্চল  বসবাস  করছে  জীবন  জীবিকা নির্বাহ অশেষ  দুর্ভাগ্ মধ্যে   আছেন। এন আর সি  থেকে  19 লাখ  মানুষের নাম কাটা  গেছে    তার মধ্যে  প্রায়  14 লাখ বাঙালি  হিন্দুদের  নাম কাটা  গেছে।  সি এ  আইন  চালু  হলে  এই  হিন্দু  সম্প্রদায়ের  মানুষ  উপকৃত  হবে।    অসম  বঙ্গ র  রাজনীতি নেতাদের  আপত্তি  মুসলিমদের  নাম নেই কেনো  তাদের  সুরক্ষা  দেওয়া  হচ্ছে না  কেন। ধর্ম নিরপেক্ষ  রাষ্ট্রে   মুসলিমদের  নাম নেই কেন।  বিজেপি  জবাব  বাংলাদেশ   পাকিস্তান  তো  মুসলিম  রাষ্ট্র   সেই রাষ্ট্রে  মুসলিমদের   বসবাস  করার ক্ষেত্রে  কোন  বাধা  নেই।   বাঙালি  মুসলিমদের  অধিকাংশ  তৃণমূল  সরকারের   সমর্থক। বঙ্গে   30 শতাংশ  মুসলিমদের  বাস।   তাদের  সমর্থন  করছে  তৃণমূল  কংগ্রেস সহ  বামপন্থী  ও অন্যান্য  রা  সবার  এক লক্ষ  দেশের  মুসলিমদের  সমর্থন  আদায়  করা।  বাংলাদেশ এ  বসবাসকারী  হিন্দুদের  নানাভাবে  নির্যাতন  করা  হয়  ।হিন্দুদের  বড় উৎসব  o অন্যান্য  উৎসব বানচাল  করা  হয়।   হাসিনা  সরকার  ক্ষমতার  যদি আসে  তবে  হিন্দুরা   কিছুটা  নিরাপদ  ভেবেছে বর্তমান  হিন্দু  নেতারা।  আইন টি  পাশ  হলে  বাংলাদেশের সব  হিন্দু  বিজেপি কে  সমর্থন  করবে।  সেই জন্যে  বিজেপি  চেষ্টা  করছে।   বাংলাদেশে 10 লাখের  বেশি  হিন্দু ছিল এখন  মাত্র  3 শতাংশ  হিন্দু  আছে। তার মধ্যে হিন্দু  matua সম্প্রদায়ের   মানুষ  আছেন।  স্বয়ং  প্রধানমন্ত্রী  নরেন্দ্র  মোদী  বাংলাদেশে গিয়ে  ওই  সম্প্রদায়ের  মন্দির  দর্শন  করেছিলেন। লক্ষ  সেই একই  বিজেপি  ভোট। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.