Header Ads

মহিলা কন্ঠে রাম নাম কীর্তন শিলচর এ



 রাম মন্দিরের প্রাণপ্রতিষ্ঠা প্রাক্কালে।  শিলচরএ *মহিলা কন্ঠে রাম ভজন পাঠে মাতলো শহর শিলচর*

 *সানি রায়, শিলচর:* কমপক্ষে ৫ হাজারের অধিক ভক্ত- সমর্থক অংশ নেন বিশাল রেলীতে
 শিলচর ডি.এস.এ ময়দান থেকে  রাঙিরখাড়ি পয়েন্ট অবধি চলে বিশাল রেলী।শুক্রবার সন্ধ্যায় শিলচর ডি.এস.এ ময়দান থেকে রাঙিরখাড়ি পয়েন্ট অবধি বিশাল রাম ভজন রেলী বের করা হয়। বিশ্ব হিন্দু পরিষদ,বজরং দল, রাষ্ট্রীয় স্বয়ং সেবক সহ ভারতীয় জনতা পার্টির যৌথ উদ্যোগে আজকের এই বিশাল রাম ভজন রেলী বের হয়ে শিলচরের রাজপথ পরিক্রমা করে। এতে নেতৃত্ব দেন স্থানীয় বিধায়ক দীপায়ন চক্রবর্তী সহ সংগঠন কর্মীবৃন্দরা। এতে কমকরেও ৫ হাজারের অধিক ভক্ত-সমাগম পরিলক্ষিত হয়। শিলচরে এই বিশাল রেলী হয়তো প্রথমবারের মতো হিন্দু সনাতন ধর্মাবলম্বীদের উৎসাহ প্রদান করেছে। তবে কাছাড় পুলিশের ভূমিকা ও ছিল লক্ষণীয়। স্থানে স্থানে নো-এন্ট্রি বোর্ড লাগিয়ে পুলিশ প্রশাসন কঠোর নিরাপত্তার বেষ্টনী গড়ে তুলেছিল। আর এই সুযোগে রেলীতে আবাল বৃদ্ধ বনিতা সহ সকল মায়েরা ও অংশ নিতে দেখা যায়। তবে শুক্রবারের এই রেলীতে লক্ষণীয় ছিল মায়েদের নৃত্য। উন্মাদনায় ভরপুর হয়ে রাম ভজন পাঠে মাতলো শহর শিলচরের অধিকাংশ মানুষ। রাম ভজন পাঠের জন্য বিশেষ ভাবে দুই বক্তা যথাক্রমে গৌহাটি ও ডিব্রুগড় থেকে আনা হয়। সবমিলিয়ে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে প্রায় ৫ কিঃমিঃ সড়ক পরিক্রমা করে সম্পন্ন হয় রাম ভজন রেলী। বিধায়ক দীপায়ন চক্রবর্তী র নেতৃত্বে সুশৃঙ্খল ভাবেই রাম ভজন রেলী সম্পন্ন হয়।সনাতন ধর্মাবলম্বীদের আবেগ ঐতিহাসিক রাম মন্দিরের শুভ উদ্বোধন।আর আগামী ২২ জানুয়ারি র আবেগ গতকালের রেলীতে প্রস্ফুটিত হয়েছে শহর শিলচরের বুকে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.