চন্দন নগর এর আলোতে অযোধ্যা সাজানো হবে, প্রধানমন্ত্রী 22 জানুয়ারী রাম মন্দির উন্মোচন করবেন
নয়া ঠাহর কলকাতা: 22 জানুয়ারি অযোধ্যা রাম মন্দিরে রাম চন্দ্রের মূর্তি বানানোর আগে 1000 কোটি টাকা ব্যয় করে পুরি র চার করিডোর নির্মাণ করা হচ্ছে। 19 জানুয়ারী থেকে অযোধ্যা তে পূজা পাঠ শুরু হবে। sarayu নদীর পাড়ে পাড়ে লাখ লাখ প্রদীপ জ্বলবে। সীতার জন্ম ভূমি বলে পরিচিত নেপালে এর জনক পুর থেকে 3000 বেশি উপহার এসেছে। গুজরাট থেকে 108 ফুট লম্বা ধূপ এসেছে একবছর ধরে জ্বলবে। দক্ষিণ ভারত থেকে 200 কুইন্টাল ওজনের ঘন্টা
আসবে। উত্তর 24 পরগনা র সংখ্যা লঘু সম্প্রদায়ের প্রতিনিধি নয় দক্ষিন ভারতের এক প্রতিনিধি রামের মূর্তি টি নির্মাণ করেছেন। 17 জানুয়ারী রামের মূর্তি শোভাযাত্রা করে। sarayu নদীর তীরে নিয়ে যাওয়া হবে সেখানে অভিষেক পর ফিরিয়ে আনা হবে। 18 জানুয়ারি গর্ভ ঘরে মূর্তি রাখা হবে। 18 জানুয়ারী গন্ধ অধিবাস'"19 জানুয়ারী ওষুধের অধিবাস' 19 ধন্য অধিবাস 20 জানুয়ারী ফল অধিবাস, পুষ্প অধিবাস সন্ধ্যায় 21 জানুয়ারী মধ্য আদিবাস 22 জানুয়ারী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রাণ প্রতিষ্ঠা করবেন। সেই দিন দুধে স্থান,ছড়ানো হবে সুগন্ধি, সেখানে রাখা হবে মূর্তি।
কোন মন্তব্য নেই