Header Ads

ভারতের চারজনের মধ্যে তিন জন নাগরিক যথেষ্ট খাবার পান না

অমল গুপ্ত   : দেশের  75 বছর  স্বাধীনতার  অমৃত  বছর  চলছেন দেশের  দেড়শো  কোটি  নাগরিক  এর  চারজনের  মধ্যে  তিনজন  তিন জন  উপযুক্ত  পরিমাণ খাবার পান না।  বড় লজ্জার  এই খবর  দিয়েছে  রাষ্ট্র সঙ্ঘ   তাদের  এক প্রতিবেদনে   খাদ্য  নিরাপত্তা  প্রদানে  ভারত  বাংলাদেশ  থেকেও  পিছনে। দেশের  80 কোটি মানুষকে  ভর্তুকি  মূল্য  দিয়ে চাল    আটা  দেওয়া  হচ্ছে।  শুধু  চাল আটা  নয়  ডিম  দুধ  এর মত  খাদ্য গুণ  থাকা  খাবার  থেকে  বঞ্চিত  দেশের  সিংহ ভাগ  মানুষ। ওই প্রতিবেদনে  দুধ ডিমের  কথা  উল্লেখ  আছে  বলে  বহুল প্রচারিত  সংবাদপত্র   সূত্রে জানা গেছে।   শুধু  চাল নয় প্রোটিন  জাতীয়   খাদ্য  থেকে  বঞ্চিত  বেশির ভাগ  মানুষ।  দেশের   নিত্য  প্রয়োজনীয়  প্রতিটি  সামগ্রী  আকাশ  ছোঁয়া  মূল্যবৃদ্ধি   এল পি জি  রান্নার  গ্যাস  নিয়ে  সরকার  উপহাস  করছে    বিদ্যুৎ  বিল বেড়েই  চলেছে।  ট্রেন বাস  ভাড়া  ক্রমশঃ  বাড়ছে। সব চেয়ে  বেশি কষ্ট  দুর্ভোগ দেশের  সিনিয়র   নাগরিকদের। 65 থেকে  70 বছরের  বৃদ্ধ  ব্যক্তিরা  insurenrceকরা যাবেনা   রেল  consession পাবে না   বৃদ্ধ আবাস  জায়গা নেই। মরার  পরেও  শ্মশানে    লাইন  দিতে হয়। এই বৃদ্ধ  বয়সের  মানুষে যন্ত্রণা  বোঝার  বা  তাদের  মনের  খবর  নেওয়ার  মানুষ  নেই  ।দেশের  প্রধান মন্ত্রী  র  মন কি bat বা  মনের  খবরে থাকেনা।  65 উপরের  মানুষেরা  মনের  কথা। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.