Header Ads

কান্দি তে রেলের ভিত্তি গড়ে দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রী প্রণব মুখার্জি বিজেপি কি পারবে রেল সম্পূর্ণ করতে?

অমল  গুপ্ত কান্দি জেল রোড:মুর্শিদাবাদ  জেলার  একমাত্র  মহকুমা  শহর কান্দি  ক্রমশ  বৃদ্ধি  পাচ্ছে। জনসংখ্যা  বাড়ছে   কিন্তু  রেল যোগাযোগ  নিয়ে  অতীতে  বিস্তর  নোংরা  রাজনীতি  হয়েছে। আবার  শুরু  হয়েছে।  কান্দি  র বন্যা  রোধে  এমন অবহেলিত  এলাকায়  তিন তিন  টি  কংক্রিটের  সেতু নির্মাণের  লক্ষে  প্রাক্তন  কেন্দ্রীয়  অর্থ  মন্ত্রী  প্রণব  মুখার্জি 400 কোটি  টাকা  বাজেটে  বরাদ্দ  করেছিলেন।সেই  সেতুর  জন্যে। chouri gacha  রেল  স্টেশন  থেকে  কান্দি  দূরত্ব  কমে  যায়  12-15 কিলোমিটারের  মধ্যে  দাঁড়িয়েছে  ।তা  গিয়ে দেখলাম. ভিত  গড়ে   দিয়েছে  কংগ্রেস.  সেই কৃতিত্বের  উপর   বিজেপি  রেল  করবে কি  ?রেল মন্ত্রী  থাকা কালে  মমতা  বন্দ্যোপাধ্যায়  কান্দি তে  রেল লাইন  করতে   পারেননি।  বর্তমান  তৃণমূল   নেতৃত্ব   কংগ্রেস  সংসদ অধীর  চৌধুরী  দের  নির্বাচনের  আগে  কৃতিত্বের  অধিকারী  হতে  দেবে কি?  তাই কান্দি র   কপালে   আর   রেল  নেই। কান্দি রেল আবার রাজনীতির  শিকার  ।



কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.