সংসদে আক্রমণকারী দুই যুবক বিপ্লবী ভগৎ সিং এর আর্দশ এ অনুপ্রাণিত প্রধান অভিযুক্ত ললিত ঝাঁ গ্রেফতার
অমল গুপ্ত , বহরমপুর কলকাতা:সংসদ এ হামলা করা এক যুবক কম্পিউটার ইঞ্জিনিয়ার বেকার মনোরঞ্জন ডি। বিপ্লবী ভকত সিং মতাদর্শে বামপন্থী নীতিতে বিশ্বাসী ।উচ্চ শিক্ষিত।সঙ্গী নিলোম একজন চালক। উভয়ে মহীশূরের এক সঙ্গে দেখা গেছে। কৃষক আন্দোলন তাদের দেখা গেছে। এই খবরে দেশের রাজনীতি তোলপাড়। এ সাধারণ ঘটনা ছিলনা। নিউজ ১৮,সূত্র এ এই ভয়ানক তথ্য জানা গেছে। কোনো জঙ্গি নয়, বামপন্থী বিপ্লবী আর্দশে বিশ্বাসী দুই যুবক দেশের নীতিহীনতা ভয়ংকর বেকারত্ব ব্যাপক দুর্নীতির দিকে আঙুল তুলেছেন। গরীব দেশে পূরণ সংসদ কে বাদ দিয়ে প্রায় হাজার কোটি টাকা খরচ করে নতুন সংসদ ভবনে এর দিকে আঙুল তুলেছেন। বিরোধী জোট ইণ্ডিয়া বৈঠক , প্রধানমন্ত্রীর সঙ্গে বঙ্গের মুখ্যমন্ত্রীর হাই ভোল্টেজ বৈঠকে র সময় সংসদ ভবন হামলা অনেক প্রশ্নের মুখে পড়তে হবে সরকারকে। পরে সংসদে তদন্ত করে ললিত ঝাঁ নামে এক ব্যক্তি কে গ্রেফতার করা হয়েছে সে কলকাতার বড়বাজারে ভাড়া থাকতেন।তার সঙ্গে তৃণমূল বিধায়ক তাপস রায়ের সঙ্গে ফটো দেখা গেছে বলে বিজেপি অভিযোগ অভিযোগ করেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন সংসদে নিরাপত্তার ক্ষেত্রে গাফিলতি ছিল। স্বরাষ্ট্র মন্ত্রণলয় উচ্চ পর্যায় তদন্ত শুরু করেছে। সংসদে বাইরের দর্শক এর জন্যে পাস সাময়িক বন্ধ করে দেওয়া হয়েছে।এই নতুন সংসদ ভবন নির্মাণে ক্রুটি ধরা পড়েছে।সাংবাদিক দর্শক দের উপরে বসার ব্যাবস্থা হয়েছে।সাংসদরা দেখতে পান না। মোট ৮, জনকে গ্রেফতার করা হয়েছে।প্রধান। অভিযুক্ত ললিত ঝাঁ বাগুইহাটি তে শিক্ষকতা করতেন।।বি এ পাস একসময় সবজি ও বিক্রি করতেন তার দাদা শম্ভু ঝাঁ জানিয়েছেন।আজ দিল্লী পুলিশ ললিত কে সাত দিনের castody তে নিয়েছে।








কোন মন্তব্য নেই